লোকসভা ভোটের আগে অস্বস্তিতে পড়ল কংগ্রেস। দুর্নীতির মামলায় কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা ও মোতিলাল ভোরার বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। হরিয়ানার পাঁচকুলায় একটি জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে অ্যাসোসিয়েটেড জার্নালের বিরুদ্ধেও শনিবার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাঁচকুলায় একটি জমি বেআইনি ভাবে অ্যাসোসিয়েটেড জার্নালকে দেওয়ার অভিযোগ উঠেছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সিবিআইয়ের দাবি, ওই জমি বণ্টনের জেরে ৬৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এফআইআরে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে যে, পাঁচকুলার সেক্টর ৬ এলাকায় ৩ হাজার ৩৬০ বর্গমিটার জায়গাটি অ্যাসোসিয়েটেড জার্নালকে দেওয়া হয় ১৯৮২ সালে। কিন্ত ১৯৯২ সাল পর্যন্ত সেখানে কোনও নির্মাণ কাজ হয়নি। পরে ওই জায়গাটি পুনরুদ্ধার করে হরিয়ানা নগরোন্নয়ন দফতর। এরপর ২০০৫ সালে আসল দামেই ওই জমিটি অ্যাসোসিয়েটেড জার্নালকে দেওয়া হয়। বেআইনি ভাবেই ওই জমি অ্যাসোসিয়েটেড জার্নালকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, সেসময় হরিয়না নগরোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন হুদা।
আরও পড়ুন, ‘হিন্দু রাষ্ট্র’-এর ধারণাকে বৈধ করছে মোদী সরকার: অরুন্ধতী রায়
দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় ভূপিন্দর সিং হুডা, অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডের চেয়ারম্যান ভোরাকে অভিযুক্ত করেছে সিবিআই। উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র চালায় অ্যাসোসিয়েটেড জার্নাল। জমি বণ্টনে অনিয়মের অভিযোগের খবর ২০১৫ সালের ডিসেম্বরে প্রথম প্রকাশ করে ইন্ডিয়ান এক্সপ্রেস।
অন্যদিকে, হরিয়ানায় বিজেপি ক্ষমতায় আসার পরই হুডার বিরুদ্ধে এ মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। বিরোধীদের কাবু করতে মোদী সরকার সিবিআইকে অস্ত্রের মতো ব্যবহার করছে বলে বারবার অভিযোগ উঠেছে। লোকসভা ভোটের মুখে এ মামলায় সিবিআইয়ের এহেন পদক্ষেপের জেরে আবারও যে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াবে কংগ্রেস, তা আঁচ করা যায়।
Read the full story in English