অগুস্তা মামলার মধ্যস্থতাকারীকে হাতে পেল সিবিআই

অগুস্তা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলার মধ্যস্থতাকারী ক্রিস্টিয়ান মিশেল জেমসকে ভারতে প্রত্যর্পণ করেছে দুবাই। এরপরই মিশেলকে নিজেদের হেফাজতে পেল সিবিআই।

অগুস্তা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলার মধ্যস্থতাকারী ক্রিস্টিয়ান মিশেল জেমসকে ভারতে প্রত্যর্পণ করেছে দুবাই। এরপরই মিশেলকে নিজেদের হেফাজতে পেল সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
michel, মিশেল

সিবিআই হেফাজতে মিশেল। ছবি: প্রবীণ খন্না, ইন্ডিয়ান এক্সপ্রেস।

গৃহযুদ্ধের মধ্যেই সাফল্যের মুখ দেখল সিবিআই। অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলার মধ্যস্থতাকারীকে হাতে পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অগুস্তা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলার মধ্যস্থতাকারী ক্রিস্টিয়ান মিশেল জেমসকে ভারতে প্রত্যর্পণ করেছে দুবাই। এরপরই মিশেলকে নিজেদের হেফাজতে পেল সিবিআই। বুধবার মিশেলকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisment

অগুস্তা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় মিশেলকে হেফাজতে চেয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয় যে, শুধুমাত্র প্রমাণের জন্য নয়, এই মামলায় কারা জড়িত ও টাকার লেনদেন কীভাবে হয়েছে, তা বিশদে জানতেই তারা মিশেলকে হেফাজতে চায়। সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতে মিশেলের ২৫ বার সফর নিয়ে জেরা করতে পারে সিবিআই। অগুস্তা চুক্তি সইয়ের আগে ও পরে ভারত ও অগুস্তা ওয়েস্টল্যান্ডের মধ্যে মিশেলের যাতাযাত ছিল বলে খবর।

এদিকে সিবিআই হেফাজতে আপত্তি জানিয়ে সরব হন মিশেলের দুই আইনজীবী এ কে জোসেফ ও বিষ্ণু শংকর। তাঁরা বলেন যে, মিশেলের সিবিআই হেফাজতের কোনও প্রয়োজনীয়তা নেই। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আইনজীবীরা বলেন যে, যেসব নথি চাইছে সিবিআই তার কোনওটাই আন্তর্জাতিক আদালতে পেশ করা হয়নি। অন্যদিকে, মিশেলের জামিনের আবেদনের আর্জি জানাতে চান বলেও তাঁরা জানান। পরবর্তী শুনানির দিন ১০ ডিসেম্বরে জামিনের আবেদনের আর্জি জানানো হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, ‘‘বিড়ালের মত কামড়াকামড়ি করছেন ভার্মা ও আস্থানা’’

Advertisment

মিশেলকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল সিবিআই। যদিও শেষ পর্যন্ত ৫ দিনের জন্য তাঁকে নিজেদের হাতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অগুস্তা ওয়েস্টল্যান্ড চুক্তিতে ওই সংস্থার সঙ্গে ঘুষের লেনদেন করেছিলেন বলে অভিযোগ উঠেছে মিশেলের বিরুদ্ধে। ৪২.৭ মিলিয়ন ইউরো মিশেলের ফার্মকে ঘুষ হিসেবে ওয়েস্টল্যান্ড গ্রুপ দিয়েছে বলে অভিযোগ তুলেছেন সিবিআইয়ের স্পেশাল প্রসিকিউটর ডি পি সিং।

এদিকে, গোটা ঘটনা তারা নজরে রাখছে বলে জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন। মিশেলের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন বলেও জানানো হয়েছে হাই কমিশনের তরফে।

Read the full story in English

national news cbi