তবলিঘি জামাতের বিরুদ্ধে আগেই আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল ইডি। এবার এই ধর্মীয় সংগঠনের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করল সিবিআই। সরকারের চোখে ফাঁকি দিয়ে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে থাকতে পারে ওই সংগঠন। এমন কিছু 'সন্দেহজনক আর্থিক লেনদেন'-এর তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের ফরেনার্স ডিভিশনের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরই এ সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ওই সংগঠন ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন আইন লঙ্ঘন করেছে।
এ প্রসঙ্গে, সিবিআই-এর মুখপাত্র আর কে গৌর জানিয়েছেন, ''তবলিঘি জামাত ও অজ্ঞাতপরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই। বেআইনিভাবে সংগঠন ও ট্রাস্টি টাকা লেনদেন করেছে বলে অভিযোগ উঠেছে...''।
আরও পড়ুন: Coronavirus India LIVE Updates: একদিনে রেকর্ড সংক্রমণ ভারতে, আক্রান্ত ৭৪৬৬ জন
সম্প্রতি, তবলিঘি জামাত ও তার সদস্য়দের বিরুদ্ধে একাধিক চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। চার্জশিট পেশ করা হয়েছে সংগঠনের প্রধান মৌলনা সাদ কান্ধলভির বিরুদ্ধেও।
মার্চ মাসে নিজামুদ্দিনে জামাত মরকজে অভিযান চালিয়ে জানা যায় যে ২ হাজারেরও বেশি তবলিঘি বিদেশি পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন। ভিসা নীতি লঙ্ঘনের দায়ে ১৭০০ জনেরও বেশি সদস্য়কে কালোতালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
উল্লেখ্য়, মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েত হয়। ওই ধর্মীয় জমায়েতে যোগ দেওয়া অনেকেই করোনা আক্রান্ত হন, যা ঘিরে শোরগোল পড়ে যায় গোটা দেশে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন