CBI-র ২৯ পদকপ্রাপকের তালিকায় বাংলার ভোট পরবর্তী হিংসার তদন্তকারী

এবার পুলিশ মেডেল পাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ২৩ অফিসার।

এবার পুলিশ মেডেল পাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ২৩ অফিসার।

author-image
IE Bangla Web Desk
New Update
Rampurhat Bagtui Massacre investigation Cbi Updates

বগটুই গণহত্যার তদন্তে সিবিআই।

এবার প্রজাতন্ত্র দিবসে সিবিআই-এর ৬ জন প্রেসিডেন্ট মেডেল ও ২৩ জন পুলিশ মেডেল পাচ্ছেন। সিবিআইয়ের কলকাতা ব্রাঞ্চের ডিআইজি অখিলেশ সিং প্রেসিডেন্ট মেডেল পাচ্ছেন। উল্লেখ্য, সিবিআই কর্তা অখিলেশ সিং কয়লা, গরু, নারদ, ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করেছেন।

Advertisment

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার তদন্তের সঙ্গে যুক্ত সিনিয়র সিবিআই অফিসার রামনীশ গীর ভালো কাজের জন্য যে ২৯ জন অফিসার পদক পাচ্ছেন তাঁদের অন্যতম। বর্তমানে গীর সিবিআই-য়ের জয়েন্ট ডিরেক্টর পদে কর্মরত। গত বছর বাংলার ভোট পরবর্তী হিংসার তদন্তে দিল্লি থেকে এ রাজ্যে এসেছিলেন তিনি।

পদকপ্রাপকদের তালিকায় রয়েছেন এএসপি সতীশ কুমার রাঠি, অনিল কুমার যাদব, ডেপুরটি এসপি নাত রাম মীনা, অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর বংশীধর বিজারনিয়া, হেড কনস্টেবল মেহেহুব হুসেন।

Advertisment

পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার তদন্তের দায়িত্বে থাকা সিবিআই-য়ের ডিআইজি অখিলেশ কুমার সিং সহ পুলিশ মেডেল পাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ২৩ অফিসার।

Read in English

national news cbi West Bengal