একদিনে দেশের ১১০টি জায়গায় সিবিআই তল্লাশি

এক সপ্তাহের মধ্যে বার দুয়েক এরকম, তল্লাশি চালিয়েছে সিবিআই। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় এ ধরণের তল্লাশি গত মঙ্গলবারও চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

এক সপ্তাহের মধ্যে বার দুয়েক এরকম, তল্লাশি চালিয়েছে সিবিআই। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় এ ধরণের তল্লাশি গত মঙ্গলবারও চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI interrogates IAS atri bhattacharya at his office

তৃণমূল সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিল সিবিআই, দাবি সূত্রের।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই মঙ্গলবার দেশের ১৯ টি রাজ্যের ১১০টি জায়গায় তল্লাশি চালিয়েছে। তল্লাশির সময় দুর্নীতি, অপরাধমূলক আচরণ, অস্ত্রপাচারের ৩০টি মামলা নথিভুক্ত হয়েছে।

Advertisment

পিটিআই সূত্রে জানা গিয়েছে নতুন ৩০ টি মামলা নথিভুক্ত করেছে সিবিআই। কলকাতা সহ দিল্লি, মুম্বই, চণ্ডীগড়, জম্মু শ্রীনগর, পুনে, জয়পুর, গোয়া, রায়পুর, হায়দরাবাদ, মাদুরাই, রাউড়কেল্লা সহ দেশের ১১০টি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এক সপ্তাহের মধ্যে বার দুয়েক এরকম, তল্লাশি চালিয়েছে সিবিআই। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় এ ধরণের তল্লাশি গত মঙ্গলবারও চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

মঙ্গলবার দিনভর তল্লাশি জারি থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

cbi