সুপ্রিম কোর্টের আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের বাড়িতে সিবিআই

আইনজীবী ইন্দিরা জয়সিং ও আনন্দ গ্রোভারের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দিল্লি ও মুম্বইয়ে ইন্দিরা ও আনন্দের বাড়ি এবং অফিসে বৃহস্পতিবার হানা দিয়েছে সিবিআইয়ের দল।

আইনজীবী ইন্দিরা জয়সিং ও আনন্দ গ্রোভারের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দিল্লি ও মুম্বইয়ে ইন্দিরা ও আনন্দের বাড়ি এবং অফিসে বৃহস্পতিবার হানা দিয়েছে সিবিআইয়ের দল।

author-image
IE Bangla Web Desk
New Update
Indira Jaising, ইন্দিরা জয়সিং

ইন্দিরা জয়সিংয়ের বাড়ি। ছবি: তাশী তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বাড়িতে হানা দিল সিবিআই। আইনজীবী ইন্দিরা জয়সিং ও আনন্দ গ্রোভারের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দিল্লি ও মুম্বইয়ে ইন্দিরা ও আনন্দের বাড়ি এবং অফিসে বৃহস্পতিবার হানা দিয়েছে সিবিআইয়ের দল। উল্লেখ্য, ইন্দিরা ও আনন্দ একটি এনজিও চালান। মানবাধিকার মামলা সংক্রান্ত বিষয়ে এনজিও চালান দুই আইনজীবী। এই এনজিও-তে বিদেশ থেকে টাকা নেওয়া হয়েছিল, এমন অভিযোগই উঠেছে।

Advertisment

সিবিআইয়ের তল্লাশি অভিযান প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে ইন্দিরা বলেন, ‘‘মুম্বই ও নয়া দিল্লিতে আমাদের অফিস ও বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই’’।

আরও পড়ুন: কাশ্মীরে সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে যাওয়ার ডাক আল কায়দা প্রধানের

Advertisment

এদিন ভোর ৫টা নাগাদ ইন্দিরার নিজামুদ্দিন বাসভবন ও অফিসে হানা দেয় সিবিআই। একইসঙ্গে মুম্বইয়ের অফিসেও অভিযান করে সিবিআইয়ের দল। এফসিআরএ আইন লঙ্ঘন করার অভিযোগ উঠেছে আইনজীবী আনন্দ গ্রোভারের বিরুদ্ধে।

প্রসঙ্গত, গত মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগের ভিত্তিতে ওই এনজিও ও গ্রোভারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। যদিও এফআইআরে অভিযুক্ত হিসেবে নাম ছিল না ইন্দিরার। কিন্তু তাঁর ভূমিকার কথা উল্লেখ করা ছিল। ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন গ্রোভার। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০০৬-২০০৭ সাল ও ২০১৪-১৫ সালের মধ্যে বিদেশ থেকে ৩২.৩৯ কোটিরও বেশি টাকা বিদেশ থেকে পেয়েছে ওই সংস্থা।

এদিকে, ইন্দিরা জয়সিংয়ের মতো প্রখ্যাত আইনজীবীর বাড়িতে সিবিআই হানা নিয়ে ধিক্কার জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Read the full story in English

cbi national news