লোকসভা নির্বাচনের ইডি-সিবিআই নিয়ে বারবার সোচ্চার হয়েছে বিরোধীরা। মোদী সরকার বিরোধীদের উপর চাপ বাড়াতে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। এমনই অভিযোগে সরব রাজ্য-রাজনীতি। সেই দীর্ঘ তালিকায় নয়া সংযোজন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। বৃহস্পতিবার সাতসকালে প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের ঠিকানায় তল্লাশি চালাল সিবিআই। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরের কিরু জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে বৃহস্পতিবার দেশের মোট ২৯টি ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এদিকে সিবিআই অভিযানে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন সত্যপাল মালিক।
সিবিআই অভিযান নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তাকে অহেতুক হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের আস্তানায় অভিযান চালায়। এই সবের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন রাজ্যপাল। সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার বিবৃতি প্রকাশ করা হয়েছে।
তিনি পোস্টে উল্লেখ করেছেন, 'আমি গত ৩-৪ দিন ধরে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আছি। তা সত্ত্বেও সরকারি সংস্থার মাধ্যমে আমার বাড়িতে স্বৈরাচারী শাসক অভিযান চালাচ্ছে। আমার চালক ও সহকারীকেও অকারণে হয়রানি করা হচ্ছে। আমি কৃষকের ছেলে, এসব অভিযানে ভয় পাব না। আমি কৃষকদের সঙ্গে আছি'।
তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের কিরু জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির কথিত দুর্নীতির মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। গত বছর, মালিক দাবি করেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা সন্ত্রাসী হামলা এড়ানো যেত যদি কেন্দ্র সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মীদের সরানোর জন্য বিমানের অনুরোধ প্রত্যাখ্যান না করত কেন্দ্র।