Advertisment

শহরে সিবিআই, চিটফান্ড তদন্তের দ্রুত নিস্পত্তির আশা

বৈঠকে নারদা নিয়ে কথা উঠলে ভর্ৎসনার মুখে পড়তে হয় এই তদন্তের ভারপ্রাপ্ত অফিসার রঞ্জিত কুমারকে। উচ্চমহলে তদন্তের প্রাত্যহিক খবর সময় মতো দেওয়া হয়নি বলে অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মঙ্গলবার ভুবনেশ্বর থেকে শহরে আসেন সিবিআইয়ের বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানা । আজ বুধবার সকালে নিজাম প্যালেসে জরুরি তলব করা হয় সারদা, রোজ ভ্যালি এবং নারদা কাণ্ডে তদন্তের দায়িত্বে থাকা অধিকর্তাদের। মূলত, এই তিন মামলা কতদূর এগিয়েছে এবং মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে খোঁজ খবর নিতেই ডাকা হয় এই বৈঠক। কেস ডায়েরিসহ আদালত-গ্রাহ্য সমস্ত নথিপত্র নিয়ে আসতে বলা হয় আই ওদের। গতকালই সল্টলেক সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে যান রাকেশবাবু। সেখানে রোজ ভ্যালির সমস্ত ফাইল খতিয়ে দেখেন তিনি।

Advertisment

বৈঠকে নারদা নিয়ে কথা উঠলে ভর্ৎসনার মুখে পড়তে হয় এই তদন্তের ভারপ্রাপ্ত অফিসার রঞ্জিত কুমারকে। উচ্চমহলে তদন্তের প্রাত্যহিক খবর সময় মতো দেওয়া হয়নি বলে অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। চলতি বছরেই সারদা, রোজ ভ্যালি সহ সমস্ত চিটফান্ডের তদন্ত শেষ করার নির্দেশ দেন আস্থানা। সিবিআই সূত্রের খবর, এই তদন্তের কাজ যাতে দ্রুত শেষ হয় সেই কারণেই দলের তদন্তকারি অফিসারের সংখ্যা বাড়ানো হবে। চলতি বছরেই সমস্ত কাজ মিটিয়ে ফাইনাল চার্জশিট পেশ করার সম্ভবনা রয়েছে।

cbi narada sarada scam rose valley chit fund Bengal chit fund
Advertisment