ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। থুড়ি, ছিল ছয়, হয়ে গেল এক। হ্যাঁ সিবিআই-এর কাণ্ড কারখানা দেখে সেরকমই মনে হচ্ছে। মাস তিনেক আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। অথচ সম্প্রতি, তথ্যের অধিকার আইনের আওতায় করা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রশ্নের উত্তরে সিবিআই জানিয়েছে শুধুমাত্র মঈন কুরেশি মামলা ছাড়া আর কোনো মামলা আদালতে নেই।
আরটিআই-এর জবাবে সিবিআই জানিয়েছে ১৫ অক্টোবর ফাইল করা মঈন কুরেশি মামলা ছাড়া আস্থানার বিরুদ্ধে আদালতে অন্য কোনো মামলা নেই। মঈন কুরেশি মামলায় আস্থানার বিরুদ্ধে হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ বাবুর কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অপসারিত ডিরেক্টর অলোক ভার্মা দায়িত্বে থাকাকালীন গত ২১ সেপ্টেম্বর সিবিআই-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, আস্থানার বিরুদ্ধে ৬টি মামলা জমা রয়েছে।
১০ অক্টোবর ইন্ডিয়ান এক্সপ্রেস একটি আরটিআই ফাইল করে আস্থানার বিরুদ্ধে জমে থাকা ৬টি মামলা সম্পর্কে বিশদে জানতে চাওয়া হয়। সিবিআই এর এক এবং দ'নম্বর স্থানে থাকা দুই আধিকারিক, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করায় ২৩ অক্টোবর ভার্মা এবং আস্থানাকে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। সিবিআই -এর অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় যুগ্ম ডিরেক্টর নাগেশ্বর রাওকে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের আরটিআই-এর উত্তরে সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার (সিপিআইও) আস্থানার বিরুদ্ধে শুধুমাত্র একটিই মামলার উল্লেখ করেন। ভারতীয় দণ্ডবিধির ১২০ বি ধারার অধীনে ষড়যন্ত্রমূলক অপরাধের মামলা। সংবাদসংস্থার পক্ষ থেকে ফের জানতে চাওয়া হয় ৬টি মামলার বিবরণ। উত্তরস্বরূপ আবারও সিপিআইও-এর বিবৃতিই দেওয়া হল। ১৪ ডিসেম্বর আবারও জানতে চাওয়া হয় একই বিষয় সম্পর্কে। ১৭ নভেম্বর পর্যন্ত আরটিআই -এর কোনো জবাব আসেনি ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে।
Read the full story in English