Advertisment

আলো, হাওয়া, বিনোদন, দেশের জেলখানায় বিজয় মালিয়ার জন্য রয়েছে সব ব্যবস্থাই, ধরা পড়ল সিবিআই-এর ভিডিওতে

সামনের লনে ইচ্ছে করলেই ঘুরে বেরানো যায়। বিনোদনের জন্য টিভি চাই? তাও রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লন্ডনের আদালতের সামনে বিস্ফোরক বিজয় মালিয়া

জেলখানার ঘর। শুনলেই যে ছবিটা ভেসে ওঠে, অন্ধকার ঘুপচি মতো ঘর। আলো হাওয়া আসে না একেবারেই। কিন্তু মুম্বই-এর আর্থার জেলের ১২ নম্বর ব্যারাকে এলে আপনার সে ভুল ভাঙবে। দিব্যি আলো হাওয়া খেলে সে ঘরে। সঙ্গে রয়েছে লাগোয়া উঠোন। মালিয়ার জন্য আলাদা স্নানঘরও রয়েছে। ব্যবস্থা যখন ভালই, তখন লন্ডন থেকে তাকে মুম্বইতে পাঠানো হোক, ওয়েস্টমিনিস্টার আদালতের কাছে এই আর্জি জানিয়েছে সিবিআই। পাঠানো হয়েছে ১২ নম্বর ব্যারাকের ভিডিও।

Advertisment

এর আগে মালিয়ার আইনজীবী বলেছিলেন দেশের জেলখানায় তাঁর থাকার মতো উপযুক্ত ব্যবস্থা নেই। যথেষ্ট পরিমাণে আলো এসে পৌঁছয় না ঘরে। আরও বলেছিলেন, এক ঘরে অনেক কয়েদি থাকার ফলে বিজয় মালিয়ার পক্ষে সেখানে থাকাটা মোটেও সুবিধেজনক নয়। কিন্তু সিবিআই এর তোলা আট মিনিটের ভিডিও বলছে পুরো অন্য কথা। সেখানে সামনের লনে ইচ্ছে করলেই ঘুরে বেরানো যায়। বিনোদনের জন্য টিভি চাই? তাও রয়েছে। আর এক ঘরে গাদাগাদি ভিড়? বিজয় মালিয়ার জন্য নির্দিষ্ট যে ব্যারাক, তাতে সব মিলিয়ে আছে ৬জন। ঘর এবং জেলখানার পরিবেশ যথেষ্ট স্বাস্থ্যকর। সূর্যের আলো ঢোকার মতো বড় জানলাও আছে সে ঘরে।

কিংফিশার কর্ণধারের জন্য রয়েছে আলাদা শৌচাগার, স্নানঘর। সময় কাটতে না চাইলে ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন লাইব্রেরী। আপতকালীন চিকিৎসার ব্যবস্থা, যথেষ্ট নিরাপত্তা, ২৪ ঘন্টা সিসিটিভির নজরদারি, এই সমস্তই রয়েছে এখানে, সুনিশ্চিত করেছে সিবিআই। এই সংক্রান্ত মামলার শুনানির দিন ঠিক করা হয়েছে সেপ্টেম্বরের ১২ তারিখ।

Vijay Mallya
Advertisment