বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্তে কোমর বেঁধে নেমে পড়ল সিবিআই। রোমহর্ষক ওই দুর্ঘটনার ৪ দিনের মাথায় মঙ্গলবার ওডিশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনাস্থলে গিয়েছেন সিবিআই তদন্তকারীরা। ১০ সদস্যের সিবিআই দল এদিন ঘুরে দেখেছেন দুর্ঘটনাস্থল। ঘটনাস্থলে থাকা রেলের আধিকারিক ও কর্মীদের সঙ্গেও কথা হয়েছে তদন্তকারীদের।
Advertisment
বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু মিছিল দেখেছে গোটা দেশ। তিনশোর কাছাকাছি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাজারের বেশি মানুষ ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। এখনও শ'য়ে-শ'য়ে রেলযাত্রী ওডিশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। মারাত্মক এই বিপর্যয়ের দায় কার? তা জানতেই সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে।
সেই মতো দায়িত্ব পেয়ে কাজ শুরু কেন্দ্রীয় তদন্ত সংস্থার। অন্তর্ঘাত নাকি যান্ত্রিক কোনও ত্রুটি? ঠিক কী কারণে চরম এই মাশুল দিতে হল কাতারে-কাতারে রেলযাত্রীকে? তা জানতেই খুঁটিনাটি সব দিক খতিয়ে দেখবেন তদন্তকারীরা। রেলের কর্মীদের সঙ্গেও তাঁরা কথা বলবেন। কার ভুলে এমন মৃত্যু মিছিল? গাফিলতি নাকি নিছকই দুর্ঘটনা? সব দিক খতিয়ে দেখবে সিবিআই। রেল বোর্ডই ভয়াবহ এই দুর্ঘটনার পর সিবিআই তদন্তের সুপারিশ করেছিল।
ওডিশার বালেশ্বরে এই দুর্ঘটনার পিছনে অনেক তত্ত্ব উঠে এসেছে। ইতিমধ্যেই এই ট্রেন দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গড়ে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা পর্যন্ত দায়ের হয়েছে।