Advertisment

চিটফাণ্ডকাণ্ডে মানস ভুঁইয়াকে CBI তলব, সারদা মামলায় ED-র নোটিস শিল্পী শুভাপ্রসন্নকে

চিটফান্ড কাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। জট খুলতে ভোটের আগে প্রভাবশালীদের নোটিস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিটফান্ড কাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। সারদা-মামলায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে এরমধ্যে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আইকোর মামলাতেও তদন্তের নড়েচড়ে বসল সিবিআই। আইকোর মামলার এবার তৃণমূলের সবং কেন্দ্রের প্রার্থী মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই। অন্যদিকে সারদা মামলায় ১৫ই মার্চের মধ্যে শিল্পী শুভাপ্রসন্নকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।

Advertisment

একগুচ্ছ চিটফান্ড কাণ্ডের তদন্ত করছে সিবিআই। যার মধ্যে অন্যতম আইকোর। বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে চিটফান্ড সংস্থাগুলোর বিরুদ্ধে। আইকোর মামলার তদন্তে নেমে সবং-য়ের তৃণমূলের প্রার্থীর বেশ কয়েকটি ভিডিও পান তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, উদ্ধার হওয়া সেইসব ভিডিওতে মানস ভুঁইয়াকে এই চিটফান্ড সংস্থার সপক্ষে কথা বলতে দেখা যাচ্ছে। আর সেই কারনেই মানস ভুঁইয়াকে জেরা করতে চায় সিবিআই। কেন আইকোরের সপক্ষে কথা তিনি? সে বিষয়ে জানতেই আগামী সপ্তাহে মানসবাবুকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।

তবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব প্রসঙ্গে এখনও মুখ খোলেননি মানস ভুঁইয়া।

তৃণমূলের দাবি, ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই তলব। প্রচার আটকাতে ষড়যন্ত্র করে প্রার্থীদের ডেকে হেনস্তা করছে সিবিআই।

২০১৫ সালে আইকোরের দুই ডিরেক্টার অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে রাজ্যের গোয়েন্দা সংস্থা। এরপর তাঁরা জামিনে মুক্ত গয়ে যান। পরবর্তী সময়ে ওড়িশায় দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে সিবিআই ফের ওই দু'জনকে গ্রেফতার করে। ততদিন চিটফান্ড কেলেঙ্কারির তদন্তভার সিবিআইয়ের হাতে চলে গিয়েছে। সেই থেকে এখনও চলছে আইকোর কাণ্ডের তদন্ত। এবার সেই মামলায় নাম জড়াল মানস ভুঁইঞার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Enforcement Directorate Bengal chit fund chit fund cbi
Advertisment