আগেই গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন উপমুখ্যমন্ত্রী। এবার আবগারি-দুর্নীতি মামলায় জেরার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল সিবিআই। আগামী রবিবার, ১৬ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।
এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি এখন তিহাড় জেলে বন্দি রয়েছেন। বার বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। দিল্লি সরকার সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেরা করতে চান সিবিআই আধিকারিকরা। তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই জাতীয় দলের মর্যাদা পেয়েছে আম আদমি পার্টি। সেই উপলক্ষে দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানে কেজরিওয়াল দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দল এবার জাতীয় পার্টির তকমা পেয়েছে। সবাই জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন।
আরও পড়ুন সংবিধান বিরোধী ‘পরিকল্পিত আক্রমণ’ কে চূড়ান্ত আক্রমণ, কেন্দ্রের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধী
কাকতালীয় হলেও, তার কয়েকদিন পরেই সিবিআইয়ের ডাক পেলেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় আগেই তিহাড় জেলে বন্দি রয়েছেন ডেপুটি মণীশ সিসোদিয়া। তাঁকে জেলেই আবার গ্রেফতার করে ইডি। সেই মামলাও চলছে আদালতে। এবার কেজরিওয়ালকে তলব করে রাজনৈতিক উত্তাপ বাড়াল কেন্দ্রীয় এজেন্সি।