Advertisment

বৈদেশিক তহবিলের ব্যবহার কোথায়? খতিয়ে দেখবে CBI

নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের অফিস এবং বাসভবনে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
newsclick,CBI newsclick,CBI to probe newsclick,newsclick news,newsclick latest new,what is FCRA"

নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের অফিস এবং বাসভবনে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বুধবার নিউজক্লিকের বিরুদ্ধে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে। দিল্লিতে দুটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের অফিস এবং বাসভবনে তল্লাশি চালাচ্ছে সিবিআই। দিল্লির একটি আদালত প্রবীর পুরকায়স্থ এবং নিউজক্লিক এইচআর চিফ অমিত চক্রবর্তীকে ১০ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়ার একদিন পরই শুরু হয় এই তল্লাশি । নিউজ পোর্টালটি চিন-পন্থী প্রচার ছড়ানোর জন্য বিদেশি তহবিল সংগ্রহ সংক্রান্ত অভিযোগের জেরে  UAPA-এর অধীনে একটি মামলায় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চিফ এইচ আরকে গ্রেফতার করা হয়ে।

Advertisment

৩ অক্টোবর পুরকায়স্থ ও চক্রবর্তীকে গ্রেফতার করা হয় এবং নিউজক্লিক অফিস সিল করে দেওয়া হয়েছে। এফআইআর অনুসারে, "ভারতের সার্বভৌমত্বকে ব্যাহত করতে" এবং দেশের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করতে চিন থেকে নিউজ পোর্টালে প্রচুর পরিমাণে তহবিল এসেছিল। ২০১৯ সালের লোকসভা ভোটের সময় নির্বাচনী প্রক্রিয়াকে ভুণ্ডুল করতে  পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অ্যান্ড সেক্যুলারিজম (PADS)-এর সঙ্গে হাত মিলিয়েছিল নিউজক্লিক সামনে এসেছে এমন অভিযোগও।

পুলিশ জানিয়েছে, ৩ অক্টোবর দিল্লির ৮৮টি স্থানে এবং অন্যান্য রাজ্যের সাতটি স্থানে অভিযান চালানো হয়। নিউজক্লিকের কার্যালয় ও সাংবাদিকদের বাসভবন থেকেও প্রায় ৩০০টি ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানের পরে, ৯ মহিলা সাংবাদিক সহ ৪৬ জনকে দিল্লি এবং এনসিআরের বিশেষ সেল জিজ্ঞাসাবাদ করে।

নিউজক্লিক এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে এবং বলেছে যে পোর্টালের বিরুদ্ধে শুরু করা মামলা ভারতে মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমকে স্তব্ধ করার একটি নির্লজ্জ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। চিন থেকে কোন বিদেশি তহবিল গ্রহণ করা হয়নি বলেই জানিয়েছে নিউজক্লিক। সেই সঙ্গে সংস্থা বিবৃতিতে বলেছে, দেশের সার্বভৌমত্বকে কোন ভাবেই আঘাত করা হয়নি।

cbi
Advertisment