মণিপুর ভাইরাল ভিডিও কাণ্ডে তদন্তভার সিবিআই-এর হাতে, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল সরকার! পাশাপাশি মামলার শুনানি যাতে মণিপুরের বাইরে কোথাও হয়, সেই আবেদন জানিয়েছে মোদী সরকার।
মণিপুর ভিডিও কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে এই মামলার বিচার মণিপুরের বাইরে স্থানান্তর করার অনুরোধ করেছে। এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুর ভাইরাল ভিডিও তদন্ত সিবিআইকে হস্তান্তরের কথা জানিয়েছিলেন।
সিবিআই তদন্তের ঘোষণার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে মণিপুরে প্রায় ৭২ শতাংশ সরকারি কর্মচারী কাজে ফিরেছেন। ৮২ শতাংশ শিশুও স্কুলে আসতে শুরু করেছে। সরকার মণিপুরে হিংসা রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যে প্রায় ৩৬ হাজার সেনা মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ১২৪ টি কোম্পানি এবং সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের ১৮৪ কোম্পানিকে পাঠানো হয়েছে।
এদিকে সরকারি সূত্রে জানা গিয়েছে, যে মোবাইল থেকে ভাইরাল ভিডিওটি তোলা হয়েছে সেটি বাজেয়াপ্ত করার পাশাপাশি। মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সরকারি সূত্র আরও জানিয়েছে কেন্দ্র কুকি এবং মেইতি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে হিংসা মোকাবিলায় দফায় দফায় আলোচনা চালাচ্ছে। প্রতিটি সম্প্রদায়ের সঙ্গে ছয় দফা আলোচনা হয়েছে ইতিমধ্যেই।
রাজ্যে তিন মাস ধরে চলা জাতিগত হিংসায় প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে ৪ মে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে দেশব্যাপী ক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে গিয়েছে। সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী মোদীও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ২০ জুলাই বাদল অধিবেশন শুরু হওয়ার একদিন আগে ভিডিওটি ভাইরাল হয়।
সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সিজেআই-এর কাছে মণিপুর হিংসা এবং অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন কমিটির দ্বারা যৌন নিপীড়নের ঘটনাগুলির তদন্তের আবেদন জানিয়েছে। বিরোধী জোট 'ইন্ডিয়ার' সংসদ সদস্যদের একটি দল হিংসা কবলিত মণিপুরের পরিস্থিতি মূল্যায়ন করতে ২৯-৩০ জুলাই উত্তর-পূর্ব রাজ্যে যাবেন। সিপিআইএম রাজ্যে জাতিগত সহিংসতার জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দায়ি করেছে। তার নিরপেক্ষতাকে নিয়ে প্রশ্ন তুলেছেন।