Advertisment

সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন! মিথ্যা মামলায় মোদীকে ফাঁসানোর ষড়যন্ত্র ফাঁস করলেন অমিত শাহ

মোদীকে ফাঁসানোর ষড়যন্ত্রের কথা এবার ফাঁস করলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
mit shah, cbi under congress, congress upa, cbi pressured congress, home minister amit shah, amit shah on cbi, frame pm modi in fake encounter case, Union home minister Amit Shah, Amit Shah  CBI pressurised Amit Shah to frame Modi under UPA rule? , Congress government, CBI during Congress-led UPA, Congress-led UPA, PM Modi, UPA, CBI Was Pressuring Amit Shah To Frame PM Modi, UPA Rule, Congress-led UPA government"

অমিত শাহ

কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে অধীনে সিবিআইকে কাজে লাগিয়ে মোদীকে ফাঁসানোর ষড়যন্ত্রের কথা এবার ফাঁস করলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisment

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক অনুষ্ঠানে বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে গুজরাটে একটি ভুয়ো এনকাউন্টার মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফাঁসানোর জন্য সিবিআই তার উপর চাপ দিয়েছিল। তিনি তদন্তকারী সংস্থাগুলিকে নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব প্রসঙ্গে একথা বলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বলেছেন যে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তার উপর চাপ সৃষ্টি করেছিল তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি মিথ্যা এনকাউন্টার মামলায় ফাঁসানোর জন্য যখন কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ছিল। কেন্দ্রীয় সংস্থাগুলির কথিত অপব্যবহারের বিরুদ্ধে বিরোধীদের ক্রমবর্ধমান বিক্ষোভ প্রসঙ্গে  স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য সামনে এসেছে।

ঠিক কী বলেছেন অমিত শাহ? তিনি বলেন, "কংগ্রেস সরকারের আমলে একটি ভুয়ো এনকাউন্টার মামলায় (যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন) "মোদীজিকে ফাঁসানোর জন্য সিবিআই আমার উপর "চাপ দিচ্ছিল," তিনি বলেন, এই সত্ত্বেও বিজেপি কখনও এই নিয়ে সংসদেও আওয়াজ তোলেনি।

সুরাটের একটি আদালতের মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার বিষয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কংগ্রেস নেতাই একমাত্র ব্যক্তি নন যাকে আদালত দোষী সাব্যস্ত করেছেন এবং লোকসভার সদস্যপদ হারিয়েছেন।

তিনি বলেন,  যে হাইকোর্টে যাওয়ার পরিবর্তে, রাহুল হৈচৈ সৃষ্টি করার চেষ্টা করছেন এবং তার এই পরিণতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করছেন। শাহ বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দোষ চাপানোর চেষ্টা করার পরিবর্তে, রাহুল গান্ধীকে নিজের সাংসদ ফিরিয়ে আনার উচ্চ আদালতে যাওয়া উচিত।

মোদী পদবী নিয়ে মন্তব্য করায় মানহানি মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয় সুরাটের আদালত। এর পর লোকসভার সাংসদ পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। এখন তিনি সরকারি বাংলো খালি করারও একটি নোটিশও পেয়েছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছে কংগ্রেস।

modi amit shah cbi
Advertisment