CBSE 10th Result 2018: কীভাবে ফলাফল দেখবেন জেনে নিন

CBSE 10th Result 2018: বিকেল চারটের সময় প্রকাশিত হবে ফলাফল। ওয়েবসাইটে রেজাল্ট জানতে ভিজিট করুন www.cbseresults.nic.in, www.cbse.nic.in -এ

CBSE 10th Result 2018: বিকেল চারটের সময় প্রকাশিত হবে ফলাফল। ওয়েবসাইটে রেজাল্ট জানতে ভিজিট করুন www.cbseresults.nic.in, www.cbse.nic.in -এ

author-image
IE Bangla Web Desk
New Update
CBSE 10th Result 2018:

ICSE ISC 2019 Date sheet Released

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ।

Advertisment

পরীক্ষার্থীরা ফলাফল জানবেন কীভাবে

cbseresults.nic.in, Cbse.nic.inresults.nic.in ওয়েবসাইটে থেকে পরীক্ষার ফলাফল জানতে পারা যাবে। সিবিএসই-তে রেজিস্টার করা ই-মেল আইডিতে নিজেদের ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবে স্কুলগুলি। ওয়েবসাইটের পাশাপাশি UMANG মোবাইল অ্যাপেও জানা যাবে রেজাল্ট। (android, iOS এবং windows ফোনে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি)।

Advertisment

umang-app umang-app-এ জানতে পারবেন সিবিএসই-র ফলাফল।

মোবাইলে রেজাল্ট জানতে দিল্লির পরীক্ষার্থীরা ফোন করতে পারেন ২৪৩০০৬৯৯ নম্বরে। অন্য পরীক্ষার্থীরা ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন তাদের রেজাল্ট। এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে দশম শ্রেণীর রেজাল্ট।

এসএমএস-এ রেজাল্ট জানতে টাইপ করুন cbse10

 লিখে পাঠিয়ে দিতে হবে ৭৭৩৮ ২৯৯৮ ৯৯ এই নম্বরে। সিবিএসই-র রেজাল্টের সমস্ত প্রযুক্তিগত কারিগরি সামাল দিয়েছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার।

সিবিএসই বোর্ডে দশম ও দ্বাদশ শ্রেণীসহ এ বছর পরীক্ষার্থীর সংখ্যা সম্ভবত ২৮ লক্ষ। প্রসঙ্গত, গত শনিবারই প্রকাশিত হয়েছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফলাফল। ৯৯.৮ শতাংশ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব। এ বছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণীতে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি।

Education