Advertisment

CBSE 10th Result 2018: প্রথম হয়েছে চারজন

CBSE 10th Result 2018 Live, CBSE Board 10th Result 2018: ফল প্রকাশিত, ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম একসঙ্গে চারজন। রেজাল্ট দেখতে ভিজিট করুন এই ওয়েবসাইটগুলিতে, www.cbseresults.nic.in, www.cbse.nic.in

author-image
IE Bangla Web Desk
New Update
cbse-school

বিশেষ ক্ষমতা সম্পন্ন ছাত্রী অনুষ্কা পান্ডা।

CBSE 10th Result 2018: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেছে।

Advertisment

পরীক্ষার ফলাফল জানতে পারা যাবে cbseresults.nic.in, Cbse.nic.in ও results.nic.in ওয়েবসাইট থেকে।  সিবিএসই-তে রেজিস্টার করা ই-মেল আইডিতে নিজেদের ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবে স্কুলগুলি। ওয়েবসাইটের পাশাপাশি UMANG মোবাইল অ্যাপেও জানা যাবে রেজাল্ট। (android, iOS এবং windows ফোনে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি)।

মোবাইলে রেজাল্ট জানতে দিল্লির পরীক্ষার্থীরা ফোন করতে পারেন 24300699 নম্বরে। অন্য পরীক্ষার্থীরা 011-24300699 নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন তাদের রেজাল্ট। এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে দশম শ্রেণীর রেজাল্ট।

এসএমএস-এ রেজাল্ট জানতে cbse10

 লিখে পাঠিয়ে দিতে হবে ৭৭৩৮ ২৯৯৮ ৯৯ এই নম্বরে। সিবিএসই-র রেজাল্টের সমস্ত প্রযুক্তিগত কারিগরি সামাল দিয়েছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার। এছাড়া অন্যান্য নম্বরগুলি হল 52001 (MTNL), 57766 (BSNL), 5800002 (Aircel), 55456068 (Idea), 54321, 51234 ও 5333300 (Tata Teleservices), 54321202 (Airtel), and 9212357123 (National Informatics Centre)

রেজাল্ট জানার জন্য হাতের কাছে রোল নম্বর রাখা দরকার।

CBSE 10th Result 2018, CBSE Board Class 10th Result 2018 Updates: Result of class X to be available at their official website

5:02PM-

cbse-topper ভাই-এর সঙ্গে শ্রীলক্ষ্মী জি(Express Photo by Vishnu)

4:58PM- কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

3:52PM- 

publive-image publive-image publive-image publive-image

3:07PM- রাজ্যে সম্ভাব্য প্রথম সায়ন মাঝি, প্রাপ্ত নম্বর ৪৯২

2:45PM-

2:41PM- 

2:31PM: এ বছর ২৭,৪৭৬ জন পরীক্ষার্থী ৯৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। পাশাপাশি ১৩,১,৪৯৩ জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৯০ শতাংশের ওপর।

2:17PM- এ বছর মেয়েদের পাশের হার ৮৮.৬৭ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৫.৩২ শতাংশ।

2:14PM:

2:10PM- ৫০০-তে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে চারজন। সেরারা হল,

প্রখর মিত্তাল, ডিপিএস, গুরগাঁও
রিমঝিম আগরওয়াল, আরপি পাবলিক স্কুল, বিজনৌর
নন্দিনী গর্গ, স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুল
শ্রীলক্ষ্মী জি, ভবনস বিদ্যালয়, কোচিন

1:57PM- 

1:56PM- এ বছর পাশের হার ৮৬.৭০ শতাংশ

1:54PM- অনেকে একসঙ্গে ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে ভিজিট করায় বেশ কয়েক জায়গা থেকে সিবিএসই-র ওয়েবসাইট ক্র্যাশ করার খবর পাওয়া গেছে।  বিকেল চারটের সময় সিবিএসই-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশের কথা থাকলেও তা প্রকাশিত হয়েছে নির্ধারিত সময়ের আগেই।

1:48PM-

কীভাবে ফলাফল জানবেন
১:  উপরে উল্লিখিত যে কোনও একটি ওয়েবসাইটে যান

২: এবার লিংকে ক্লিক করুন

৩: নির্দিষ্ট জায়গায় রোল নাম্বার ও অন্যান্য তথ্য দিন

৪: সাবমিট বাটনে ক্লিক করুন

৫: স্ক্রিনে আপনার রেজাল্ট দেখা যাবে

৬: রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট নিন

1:48PM- CBSE দশম শ্রেণীর পাশ মার্কস: উত্তীর্ণ হতে প্রতি বিষয়ে পরীক্ষার্থীদের অন্তত ৩৩ শতাংশ নম্বর পেতে হবে (ইন্টারনাল এবং প্র্যাকটিকাল পরীক্ষা সহ)। অর্থাৎ ইন্টারনাল এবং বোর্ডের পরীক্ষার জন্য আলাদা আলাদা ৩৩ শতাংশ নম্বরের বদলে ইন্টারনাল এবং বোর্ড মিলিয়ে ৩৩ শতাংশ নম্বর পেলেই একজন পরীক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবে।

1:38PM-

1:36PM-

 cbse-Student

1:34PM- 

cbse-website রেজাল্ট জানতে ভিজিট করুন বোর্ডের অফিসিয়াল সাইটে

1:30PM-

Education
Advertisment