Advertisment

CBSE 12th Result 2018 Update: সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত, তিরুবনন্তপুরমে পাশের হার সর্বাধিক

CBSE 12th Result 2018 update: আজ প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফলাফল। পরীক্ষার ফলাফল দেখা যাবে cbseresults.nic.in, cbse.nic.in এবং results.nic.in  অফিসিয়াল ওয়েবসাইটে।

author-image
IE Bangla Web Desk
New Update
CBSE 12th Result 2018

CBSE 12th Result 2018: দেখুন কীভাবে জানবেন রেজাল্ট।

CBSE 12th Result 2018: প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফলাফল, তবে এখনও সঠিক সময় জানানো হয়নি। এই বছর দশম ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে প্রায় ১১.৮৬ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তুলনায় গত বছর সিবিএসসি-র দশম এবং দ্বাদশ  শ্রেণী মিলিয়ে মোট পরীক্ষায় বসেছিল ১৯,৮৫,৩৭৯জন পরীক্ষার্থী। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১০,৮৮,৮৯১ জন। তাঁদের মধ্যে ছাত্রী সংখ্যা ছিল ৪.৬০ লক্ষ এবং ছাত্র সংখ্যা ছিল ৬.২৮ লক্ষ।

Advertisment

এবছর সিবিএসসি-র দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ৫ মার্চ থেকে। তবে দ্বাদশ শ্রেণীর অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় আবারও পরীক্ষায় বসতে হয় পরীক্ষার্থীদের। প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

CBSE 12th Result 2018, CBSE Board Class 12th Result 2018 Updates: Result of class XII to be available at cbse.nic.in, cbseresults.nic.in

cbse-topper মেঘনা শ্রীবাস্তব।

2:09 PM:  মুখ্যমন্ত্রী ট্যুইট করে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন

2:05 PM: রাজ্যে সম্ভাব্য প্রথম দেবাংশ চন্দক, বিড়লা হাইস্কুল, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫

1:54 PM:

1:26 PM: 

প্রথম: মেঘনা শ্রীবাস্তব, গাজিয়াবাদ, প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯

দ্বিতীয়: অনুষ্কা চন্দ্র, গাজিয়াবাদ, প্রাপ্ত নম্বর ৪৯৮

তৃতীয়: চাহত বোধরাজ সহ আরও সাতজন, প্রাপ্ত নম্বর ৪৯৭

এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফল তুলনামূলক ভাল। ছাত্রীদের পাশের হার ৮৮.৩১ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৮.৯৯ শতাংশ।

1.18 PM:  গত বছর দিল্লিতে পাশের হার ছিল ৮৮.৩৭ শতাংশ। এ বছর তা বেড়ে হয়েছে ৮৯ শতাংশ।

1.11 PM: প্রথম স্থানাধিকারী মেঘনার প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯।

1:10 PM:

12: 59 PM:

12: 49 PM: এ বছর পাশের হার ৮৩.০২ শতাংশ। আগের বছরের তুলনায় ১ শতাংশ বেড়েছে পাশের হার । ১১.০৬ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে সফল হয়েছেন ৯১,৮৭৬২ জল পরীক্ষার্থী।

12:43 PM:

12: 34 PM: http://cbseresults.nic.in/Jee_main_pzy/jee_cbse_2018.htm

cbse

12: 30 PM: সিবিএসই-র রেজাল্ট প্রকাশিত হল। ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে।


12:22 PM: সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে তাঁদের অফিসে রেজাল্ট পাওয়া যাবে না। কাজেই পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন রেজাল্ট নিতে বোর্ড অফিসে না যান। ভেরিফিকেশনের প্রক্রিয়ার বিশদ সিবিএসই-র ওয়েবসাইটেই জানানো হবে।

12: 08 PM: আজ প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী তাঁদের রেজাল্টের অপেক্ষায় রয়েছেন। আবার তাঁদের মধ্যেই এমন অনেকেই আছেন যাঁরা আজ রেজাল্ট জানতে চান না একেবারেই। এই আইপিএলের মরসুমে এমন উইকেন্ট নষ্ট করতে নারাজ তাঁরা। তাই অনেকেই চাইছেন যেন আজকের রেজাল্ট পিছিয়ে দেওয়া হোক। কারণ কোনও কারণে পরীক্ষার ফলাফল আনশানরূপ না হলে গোটা আইপিএল ম্যাচের আনন্দটাই মাঠে মারা যাবে।

11:23 AM: গুগল অ্যাপেও জানা যাবে সিবিএসই-র রেজাল্ট। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। রেজাল্ট পেতে আগে থেকে রোল নম্বর রেজিস্টার করে রাখতে হবে পরীক্ষার্থীদের

১: ফোন বা ডেক্সটপে গুগল বা ক্রোম খুলুন

২: সার্চ বক্সে টাইপ করুন ‘CBSE 12 Result 2018’

৩: “CBSE 12 Result 2018” সিলেক্ট করার পর রোল নম্বর, জন্মতারিখ ইত্যাদি চাইবে

৪: সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর “Check Exam Results” অপশনে ক্লিক করুন

11:05 AM: পরীক্ষার ফলাফল দেখা যাবে cbseresults.nic.in, cbse.nic.in এবং results.nic.in  অফিসিয়াল ওয়েবসাইটে।

ওয়েবসাইটে রেজাল্ট দেখবেন কীভাবে

১: অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন ( cbseresults.nic.in, cbse.nic.in এবং results.nic.in)

২: রেজাল্টের লিঙ্কে ক্লিক করুন

৩: নতুন ট্যাব খুলে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর দিতে নথিভূক্ত করতে হবে

৪: এবার স্ক্রিনে রেজাল্ট দেখাবে

৫: রেজাল্ট ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন

10:50 AM: সিবিএসই-র সঙ্গে পার্টনারশিপের কারণে এবার সহজ হবে রেজাল্ট জানা google.com, bing.com-এ রেজাল্ট জানতে পারবেন। এ বছর গুগল এবং মাইক্রোসফটের (http://cbse.nic.in/newsite/index.html) তৈরি এসএমএস অর্গানাইজার অ্যাপ দিয়েও দেখতে পাওয়া যাবে রেজাল্ট। এ জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর, স্কুল কোড এবং জন্মের সন-তারিখ দিয়ে রেজিস্টার করতে হবে। এছাড়াও UMANG মোবাইল অ্যাপে রেজাল্ট জানা যাবে।

10:24 AM: ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়াও ফোনের মাধ্য়মে জানা যাবে রেজাল্ট: 52001 (MTNL), 57766 (BSNL), 5800002 (Aircel), 55456068 (Idea), 54321, 51234 এবং 5333300 (Tata Teleservices), 54321202 (Airtel), and 9212357123 (National Informatics Centre)। এসএমএস-এ রেজাল্ট জানতে SMS  করুন— cbse12

এবং পাঠিয়ে দিন 7738299899.

পরীক্ষার ফলাফল জানতে অ্যাডমিট কার্ডটি অবশ্যই রাখতে হবে পরীক্ষার্থীদের সঙ্গে। পরীক্ষার ফল প্রকাশের পর রোল নম্বর নথিভূক্ত করেই ওয়েবসাইট ও অ্যাপে রেজাল্ট জানতে হবে।

আরও পড়ুন: CBSE 12th Result 2018 Live Updates: Class 12 result after 12 at cbse.nic.in, cbseresults.nic.in

CBSE 12th Result 2018 CBSE 12th Result 2018

Education
Advertisment