Advertisment

CBSE 12th Result 2018: ২৬ মে প্রকাশিত হবে সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফলাফল

CBSE 12th Result 2018: ২৬ মে প্রকাশিত হবে সিবিএসই(CBSE) ক্লাস ১২-এর রেজাল্ট, এমনটাই জানানো হল বোর্ডের তরফে। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১.৮৬ লক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
school7591

CBSE 12th Result 2018: ২৬ মে সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফলাফল।

CBSE 12th Result 2018: ২৬ মে প্রকাশিত হবে সিবিএসই(CBSE) ক্লাস ১২-এর রেজাল্ট, এমনটাই জানানো হল বোর্ডের তরফে।  ২৬ মে এই পরীক্ষার ফলাফল দেখা যাবে cbseresults.nic.in, cbse.nic.in এবং results.nic.in  অফিসিয়াল ওয়েবসাইটে। এর পাশাপাশি গুগল এবং মাইক্রোসফটের তৈরি একটি অ্যাপেও পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট দেখতে পারবেন।

Advertisment

এবছর মাইক্রোসফটের তৈরি এসএমএস অর্গানাইজার অ্যাপ দিয়েও দেখতে পাওয়া যাবে ব্যক্তিগত রেজাল্ট। এজন্য পরীক্ষার্থীদের রোল নম্বর, স্কুল কোড এবং জন্মের সন-তারিখ দিয়ে রেজিস্টার করতে হবে।

ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়াও ফোনের মাধ্য়মে জানা যাবে রেজাল্ট: 52001 (MTNL), 57766 (BSNL), 5800002 (Aircel), 55456068 (Idea), 54321, 51234 এবং 5333300 (Tata Teleservices), 54321202 (Airtel), and 9212357123 (National Informatics Centre)

পরীক্ষার ফলাফল জানতে অ্যাডমিট কার্ডটি অবশ্যই রাখতে হবে পরীক্ষার্থীদের সঙ্গে। পরীক্ষার ফল প্রকাশের পর রোল নম্বর নথিভূক্ত করেই ওয়েবসাইট ও অ্যাপে রেজাল্ট জানতে হবে।

এবছর সিবিএসসি-র দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ৫ মার্চ থেকে। তবে দ্বাদশ শ্রেণীর অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় আবারও পরীক্ষায় বসতে হয় পরীক্ষার্থীদের। প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

এই বছর দশম ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে প্রায় ১১.৮৬ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তুলনায় গত বছর সিবিএসসি-র দশম এবং দ্বাদশ  শ্রেণী মিলিয়ে মোট  পরীক্ষায় বসেছিল ১৯,৮৫,৩৭৯জন পরীক্ষার্থী। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১০,৮৮,৮৯১ জন। তাঁদের মধ্যে ছাত্রী সংখ্যা ছিল ৪.৬০ লক্ষ এবং ছাত্র সংখ্যা ছিল ৬.২৮ লক্ষ।

Education
Advertisment