CBSE and ISC Result 2021: ৩১ জুলাইয়ের মধ্যে সব রাজ্যের বোর্ডকে দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সিবিএসই দ্বাদশ আর আইএসসি-র ফলঘোষণা নিয়ে এই নির্দেশ সুপ্রিম কোর্টের। পরীক্ষা ছাড়া কীভাবে মুল্যায়ন, আগামি ১০ দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে পেশ করতে হবে। একমাত্র অন্ধ্রপ্রদেশ দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা নিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে।
সংক্রমণ এড়িয়ে কীভাবে সেই পরীক্ষা নেওয়া সম্ভব, শুক্রবারের মধ্যে অন্ধ্রকে জানাতে হবে। পরীক্ষা চলাকালীন কোনও পড়ুয়া সংক্রমিত হলে, কী অবস্থান নেবে অন্ধ্র বোর্ড? তাও সুপ্রিম কোর্টকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, সব স্টেট বোর্ডগুলোকে একটি ইউনিফর্ম পলিসি গ্রহণের নির্দেশ দিক আদালত। এমন একটা প্রস্তাব ওঠে আদালতে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় শীর্ষ আদলত। কোর্টের মন্তব্য, ‘সব রাজ্যের বোর্ডগুলো ভিন্ন প্রকৃতির তাই সেই পলিসি গ্রহণ সম্ভব নয়।‘
এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ,‘সব রাজ্যের বোর্ডগুলিকে মূল্যায়নের একই নিয়ম মেনে চলতে হবে, এমন কোনও নির্দেশ আমরা দিচ্ছি না। সারা দেশের একই নিয়মে মূল্যায়ন সম্ভব নয়।’’ অপরদিকে, ইতিমধ্যে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মূল্যায়ন পদ্ধতি প্রকাশিত করেছে। ৩১ জুলাইয়ের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। সাংবাদিক বৈঠকে স্পষ্ট করেছেন সংসদ প্রশাসক মহুয়া দাস।
তিনি জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে, ২০১৯ সালের মাধ্যমিকের চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ৬০ শতাংশ, এছাড়া, দ্বাদশের প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মার্ক শিট। এক্ষেত্রে দ্বাদশের প্রজেক্টের ২০ নম্বর এবং প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ধরে মূল্যায়ণ হবে। মূল্যায়নে সন্তুষ্ট না হলে মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন পরক্ষার্থীরা। এক্ষেত্রেও পরীক্ষায় বসলে সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন