Advertisment

CBSE দশম-দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের প্রজাতন্ত্র প্যারেড দেখার সুযোগ কেন্দ্রের

প্রধানমন্ত্রী বক্স থেকে তাঁরা এই প্যারেড দেখতে পারবেন

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিবিএসই (CBSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারিদের বড়সড় সুযোগ দিতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তাঁরা ২৬ জানুয়ারির প্যারেড প্রধানমন্ত্রীর বক্স থেকে দেখতে পারবেন। এদিন এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রক।

Advertisment

একই সুযোগ পাবেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ স্থানাধিকারীরা। এদিন ট্যুইট করে মন্ত্রক জানিয়েছে, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দেশের প্রতিভাবান পড়ুয়াদের প্রজান্তন্ত্র দিবসের প্যারেড দেখার সুযোগ দিচ্ছে শিক্ষা মন্ত্রক। প্রধানমন্ত্রী বক্স থেকে তাঁরা এই প্যারেড দেখতে পারবেন।"

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে কথাও বলতে পারবেন পড়ুয়ারা। শংসাপত্র দিয়েও অভিবাদন জানানো হবে ওই পড়ুয়াদের এমনটাই টুইটে উল্লেখ করা হয়েছে।

অতিমারীর আবহে এবার ধারেভারে কমেছে প্রজাতন্ত্র দিবস উদযাপনের গরিমা। এবার দেখা যাবে না সেনানীদের মোটর সাইকেল কেরামতি। দর্শক সংখ্যা দেড় লক্ষ থেকে কমিয়ে আনা হয়েছে ২৫ হাজারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CBSE Republic Day
Advertisment