নির্দিষ্ট সময়সীমার মধ্যে এয়ার ডিফেন্স কমান্ডার তৈরির নির্দেশ সিডিএস বিপিন রাওয়াতের

মঙ্গলবার দায়িত্ব পাওয়ার পর বুধবারই তিন বাহিনীর সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

মঙ্গলবার দায়িত্ব পাওয়ার পর বুধবারই তিন বাহিনীর সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএস) পদে মঙ্গলবার দায়িত্ব পাওয়ার পর বুধবারই তিন বাহিনীর সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ৩০ জুনের মধ্যে এয়ার ডিফেন্স কম্যান্ড তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন বিপিন রাওয়াত। সেই মতোই জেনারেল এম এম নরভানে, অ্যাডমিরাল করমবীর সিং এবং এয়ারচিফ মার্শাল আর কে এস বাহাদুরিয়ার সঙ্গে বৈঠকে বসেন ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ বিপিন রাওয়াত।

Advertisment

আগামীতে ৩০ জুন এবং ৩১ ডিসেম্বরের মধ্যে এই ডিফেন্স কম্যান্ড তৈরির বিষয়ে অগ্রাধিকারপ্রাপ্ত প্রেক্ষাপটগুলি নিয়েও আলোচনা করেন রাওয়াত। বৈঠকে জেনারেল বিপিন রাওয়াত সমস্ত বৈঠকে জেনারেল রাওয়াত সদর দফতর ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের বিভিন্ন শাখা প্রধানকে আন্তঃ-পরিষেবা সমন্বয় ও যৌথ প্রয়াসের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার সুপারিশ করার জন্য নির্দেশও দেন।

Advertisment

আরও পড়ুন: বাংলার পর এবার বাদ মহারাষ্ট্র-বিহার-কেরালার ট্যাবলোও

কলেজিয়েট ব্যবস্থা কাজ করার উপর জোর দিয়ে জেনারেল রাওয়াত নির্দেশ দেন যে সেনাদের এবং কোস্টগার্ডের অবশ্যই পরামর্শ করা উচিত এবং সময়সীমা মেনে তাঁদের এ বিষয়ে মতামত দেওয়া উচিত।

Read the story in English

national news