Advertisment

নিয়ন্ত্রণরেখায় ফের পাক গোলাবর্ষণ, কড়া জবাব ভারতের

শনিবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। এদিন নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালায় পাক সেনা। মর্টারও ছোড়ে পাকিস্তান।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan, india, পাকিস্তান, ভারত,

নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালায় পাক সেনা। প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সীমান্তে বিনা প্ররোচনায় পাক হানা কিছুতেই থামছে না। শনিবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। এদিন নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালায় পাক সেনা। মর্টারও ছোড়ে পাকিস্তান। দুপুর সাড়ে ১২টা নাগাদ গোলাবর্ষণ চালায় পাক সেনা। পাল্টা কড়া জবাব দিয়েছে ভারত। একথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ।

Advertisment

উল্লেখ্য, শুক্রবার পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখাতেও গোলাবর্ষণ চালিয়েছিল পাকিস্তান। যে ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়, জখম হন আরও কয়েকজন। নিহতদের মধ্যে রয়েছেন ২ শিশু-সহ এক মহিলা। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার পুঞ্চের সালোত্রি এলাকায় পাক বাহিনীর গোলাবর্ষণে অনেকে জখম হয়েছেন। বাসিন্দাদের টার্গেট করে গোলাবর্ষণ চালাচ্ছে পাক বাহিনী । পুঞ্চ ছাড়াও, মানকোট, বালাকোট, নৌশেরা এলাকাতেও পাক গোলাবর্ষণ চলে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, কাশ্মীরে ফের সংঘর্ষ, জঙ্গিদের গুলিতে নিহত পাঁচ

সূত্র মারফৎ জানা গিয়েছে, শুক্রবার সন্ধে ৬টা নাগাদ মেন্ধনের মানকোট, বালাকোট এলাকা ও কৃষ্ণা ঘাঁটি এলাকায় গোলাবর্ষণ চালায় পাকিস্তান। নৌশেরাতে বিকেল ৪টে ১৫ মিনিট থেকে আক্রমণ শুরু করে পাক বাহিনী। গোলাবর্ষণে উত্তর কাশ্মীরের উরিতে জখম হয়েছেন এক সাধারণ নাগরিক। ৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। পাক হামলার আশঙ্কায় কয়েকজন বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে বলে খবর।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ ওয়াঘা সীমান্ত পেরিয়ে জিরো লাইন ধরে দেশে ফেরেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাক সীমান্ত পেরোনোর আগে ক্যামেরার সামনে অভিনন্দনের বয়ান রেকর্ড করা হয়েছে। যার জেরেই তাঁর ভারতে প্রত্যাবর্তনের সময় সকাল গড়িয়ে রাত হয়েছে, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর। কিন্তু দেশে ফেরার আগে পাকিস্তানকে কী বয়ান দিলেন অভিনন্দন? তাঁর কি জোর করে বয়ান রেকর্ড করা হল? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

Read the full story in English

pakistan India
Advertisment