Advertisment

‘যত চাই টিকা দেব, মোকাবিলা করুন সংক্রমণ’, কেরল-মহারাষ্ট্রকে বার্তা স্বাস্থ্য মন্ত্রকের

ovid Update in India: দুই রাজ্যে সংক্রমণ মোকাবিলায় বিশেষ পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক। কেরল-মহারাষ্ট্রের করোনা প্রভাবিত জেলাগুলোতে নমুনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports COVID 19 omicron cases 18 february 2022

করোনার তৃতীয় ঢেউ সামলে ক্রমশ সুস্থ হচ্ছে দেশ।

Covid Update in India: তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই কেন্দ্রের উদ্বেগ বাড়িয়েছে কেরল-মহারাষ্ট্র। এই দুই রাজ্যে সংক্রমণ মোকাবিলায় বিশেষ পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক। কেরল-মহারাষ্ট্রের করোনা প্রভাবিত জেলাগুলোতে নমুনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত টিকাকরণ এবং অঞ্চলভিত্তিক নাইট কার্ফু কার্যকর করতে পরামর্শ দিয়েছে কেন্দ্র। এমনকি, প্রয়োজনে এই দুটি রাজ্যকে আরও বেশি টিকা সরবরাহ করতে রাজি স্বাস্থ্য মন্ত্রক। করোনা সংক্রমণ প্রতিরোধে এমন প্রতিশ্রুতি পেয়েছে কেরল-মহারাষ্ট্র।

Advertisment

এদিনের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার পাশাপাশি উপস্থিত ছিলেন দুই রাজ্যের ডিজি এবং মুখ্য সচিব। উপস্থিত ছিলেন কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এদিকে, কেরলের পরিস্থিতি আগেভাগে আঁচ করেই সদলবলে সে রাজ্যে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ওনাম পরবর্তী সময়ে দক্ষিণের সেই রাজ্যে বাড়তে পারে সংক্রমণ। এমন সম্ভাবনা উসকে দিয়ে কেরলবাসীকে আগামি একমাস সতর্ক থাকতে আবেদন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। প্রশাসনিক এহেন প্রস্তুতির মধ্যেই ৪ মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ কেরলে। গত ২৪ ঘণ্টায়, বুধবার সে রাজ্যে সংক্রমিত ৩১,৪৪৫ জন।  চলতি বছরের ২০ মে ৩০ হাজারের বেশি দৈনিক সংক্রমণের কবলে পড়েছিল ভগবানের আপন দেশ। জানা গিয়েছে, সেই রাজ্যে মোট সক্রিয় সংক্রমণ ১.৭ লক্ষ, সংক্রমণের হার ১৯%।

অপরদিকে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের আগে সব স্কুলশিক্ষকদের টিকাকরণ সম্পূর্ণ করতে রাজ্যগুলোকে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ৬ মিলিয়ন মানুষ অর্থাৎ ৬০ কোটি টিকাকরণ হয়েছে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৩৭,৫৯৩ জন। এদিকে, দেশজুড়ে যখন তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে, তখন ভারতের জন্য কিছুটা আশার বাণী হুয়ের গলায়। সম্ভাবনা উসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানান, ভারতে সম্ভবত করোনার এন্ডেমিক শুরু হয়েছে। এন্ডেমিক মানে শেষের শুরু। অর্থাৎ হুয়ের প্রধান বিজ্ঞানী বলেছেন ভারতে এই অতিমারীর শেষের শুরু সম্ভবত শুরু হয়ে গিয়েছে।

গবেষকদের মত, এন্ডেমিক মানে ভাইরাসের সঙ্গে জীবনযাপন। তাকে নিয়েই ঘর করা। সেই পর্যায়ের দিকেই ভারত এগোচ্ছে, এমনটাই মনে করেন সৌম্যা। খানিকটা স্বস্তি দিয়ে তাঁর মন্তব্য, ‘আমরা এন্ডেমিকের এমন পর্যায়ের দিকে যাচ্ছি, যেখানে সংক্রমণের কম বা মাঝারি প্রভাব দেখা যাবে। কিন্তু কয়েকমাস আগের মতো সংক্রমণের অতিমারী রূপ দেখা যাবে না।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Maharashtra kerala Corona India Testing
Advertisment