Farm Law: উত্তর প্রদেশ ভোটকে মাথায় রেখে কৃষি আইন প্রত্যাহার করতে পারে মোদী সরকার। রবিবার এমন ইঙ্গিত দিয়েছেন ইউপির এক বিজেপি নেতা। দিল্লি সীমান্ত-সহ দেশের একাধিক জায়গায় চলা কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন রাম ইকবাল সিং। ইউপি বিজেপির কার্যকরী কমিটির এই নেতা বলেন, ‘কৃষকদের দাবি নৈতিক। কৃষি আন্দোলন এবং উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নতুন কৃষি আইন প্রত্যাহার করতে পারে কেন্দ্র।‘
এই প্রসঙ্গে উল্লেখ্য, হরিয়ানা, দিল্লি সীমান্ত-সহ পূর্ব উত্তর প্রদেশেও কৃষক আন্দোলন গতি পেয়েছে। সেই আঁচে গ্রামে গ্রামে প্রচারের জন্য যেতে পারছেন না তিনি। এই মন্তব্য করে তাঁর আশঙ্কা, ‘আগামি দিনেও কৃষকরা তাঁকে ঘেরাও করতে পারেন।‘ তবে শুধু কৃষক আন্দোলন নয়, পেগাসাস-কাণ্ডে দলের অবস্থানের বিরুদ্ধ মত রবিবার প্রকাশ করেন এই বিজেপি নেতা। তাঁর পরামর্শ, ‘বিরোধীদের দাবি মেনে পেগাসাস-কাণ্ডে সরকারের তদন্তের নির্দেশ দেওয়া উচিত। সংসদ পরিচালনায় এটা সরকারের কর্তব্য।‘
করোনা সংক্রমণ মোকাবিলায় যোগী সরকারের সমালোচনা করেছেন রাম ইকবাল সিং। তাঁর মন্তব্য, ‘দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নেয়নি রাজ্য। তাই তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রকৃত আয়োজন করেনি।‘ এদিকে, সংসদের গণ্ডি পেরিয়ে বিরোধী ঐক্যের ছবি এবার যন্তরমন্তরে। কৃষি আইনের প্রতিবাদে গত ৯ মাসের বেশি সময় ধরে ধর্না বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে কৃষকরা। সরকারের সঙ্গে আলোচনায় ফল মেলেনি। কৃষকদের দাবি মানতে নারাজ কেন্দ্র। প্রতিবাদে যন্তরমন্তরে ‘কিষান সংসদ ‘চালাচ্ছে বিক্ষোভরত কৃষকরা। এবার একজোট হয়ে প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়ালো বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। শুক্রবার দুপুরে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলগুলোর প্রতিনিধিরা যন্তমন্তরে পোঁছান। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল সাংসদরাও। কৃষি আইন প্রত্যাহার ও পেগাসাস-কাণ্ডে তদন্তের দাবিতে স্লোগান তোলেন রাহুল-সহ বিরোধী নেতৃত্ব।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন