Bank Defaulter: বিজয় মাল্য, মেহুল চোকসি এবং নীরব মোদিদের থেকে ১৩ হাজার কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্র। ব্যাঙ্ক ঋণখেলাপী বাবদ এই অর্থ বাজেয়াপ্ত করেছে ইডি। সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এই তথ্য দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণ বলেন, ‘বিজয় মাল্য, নীরব মোদি এবং মেহুল চোকসিদের মতো যারা ইচ্ছাকৃত ঋণখেলাপী, তাঁদের থেকে ১৩,১০৯.১৭ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। পলাতক এই অভিযুক্তদের সম্পত্তি বেঁচে চলতি বছর জুলাই পর্যন্ত এই টাকা উদ্ধার করেছে ইডি। সেই মাসের ১৬ তারিখ বিজয় মাল্যর ৭৯২ কোটি তাকার সম্পত্তি বেঁচেছে কেন্দ্রীয় ওই সংস্থা।‘
তিনি জানান, শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো নিজেদের মতো করে এমন পলাতকদের থেকে অর্থ উদ্ধার করেছে। সেই অর্থ উদ্ধারের পরিমান প্রায় ৫.৪৯ লক্ষ কোটি টাকা। যারা ব্যাঙ্কের টাকা নিয়ে দেশ ছেড়েছেন, তাঁদের থেকে আগামি দিনে এভাবেই টাকা উদ্ধার করা হবে। সেই টাকা ফেরানো হবে ব্যাঙ্কগুলোকে। এতেই ধীরে ধীরে স্বচ্ছন্দ্য ফিরবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোয়।
এদিন ভোজ্য তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি হ্রাসের পক্ষে সওয়াল করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ভোজ্য তেলের মুল্যবৃদ্ধি হ্রাসে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।‘
এদিকে, নির্বাচনী সংস্কারের স্বার্থে বড়সড় পদক্ষেপ নিল মোদি সরকার। সোমবার সংসদে পাশ করা হয় নির্বাচনী আইন (সংশোধিত) বিল ২০২১। আইন মন্ত্রী কিরেন রিজেজু এই বিল লোকসভায় পেশ করেন। ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ড সংযুক্তি করতে এই বিল। যদিও সংসদে বিজেপি বিরোধী সব দল এই বিলের বিরোধিতায় সরব। মানুষের ব্যক্তি স্বার্থ লঙ্ঘন করতে এই বিল আনছে কেন্দ্র। এমনটাই অভিযোগ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ ডিএমকের। বিরোধী আপত্তি উপেক্ষা করেই লোকসভায় পাশ হয়ে যায় এই বিল।
এই বিল প্রসঙ্গে আইন মন্ত্রীর দাবি, ‘ভুয়ো ভোটার ধরতে এবং আর স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার জন্যই এই সংশোধন।‘তবে এই বিল পেশের সময় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সরব তৃণমূল এবং কংগ্রেস। লখিমপুর-কাণ্ডে মন্ত্রীর ছেলে অভিযুক্ত। আপাতত জেলবন্দি আশিস মিশ্র। একইভাবে শ্রীলঙ্কা নৌসেনা কয়েকজন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে। তাঁদের মুক্তির দাবিতে এদিন সংসদে সরব হয়েছিল ডিএমকে-কংগ্রেস। এদিকে, নির্বাচন আইন (সংশোধিত) বিলকে সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে সরব ছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এদিন বিরোধী হল্লায় দফায় দফায় মুলতুবি হয়েছে সংসদের দুইকক্ষ। বিজেপির অভিযোগ, ‘সংসদ অচল রাখতে উদ্দেশ্যপ্রণোদিত হই-হট্টগোল করছে বিরোধীরা।’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন