/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/Untitled-design-2021-03-27T181420.704.jpg)
গত বছর মার্চ থেকে বন্ধ ছিল যাত্রী বিমান পরিষেবা।
International Flight Resume: ৩১ জানুয়ারি অবধি স্থগিত রাখা হল আন্তর্জাতিক যাত্রী বিমান পরিষেবা। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। সম্প্রতি ১৫ ডিসেম্বর থেকে পুরোদমে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু করোনার ওমিক্রন প্রজাতির সংক্রমণ বাড়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছু হটে মোদি সরকার। এদিকে,রাজ্যে খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। দুই অঙ্কের নীচেই থাকল আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু। ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫৬৭, মৃত ৭। একদিনে সুস্থ হয়েছেন ৫৭৬ জন, সুস্থতার হার ৯৮.৩৩%। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় সংক্রমণ আরও কমে ৭,৫৬৫, সংক্রমণের হার রইল দুইয়ের নীচে (১.৫২%)।
জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (১৬৫)। তারপরেই উত্তর ২৪ পরগনা (৯৫), হাওড়া (৪২), হুগলি (৪২), দক্ষিণ ২৪ পরগনা (৩৯)। ওমিক্রন ত্রাসের মধ্যেই ফের দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। বাড়ল করোনার অ্যাকটিভ কেসও। উদ্বেগ বাডা়চ্ছে প্রাণহানীর সংখ্যাও।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪১৯ জন । যা গত দিনের তুলনায় অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ২৫১ জন। মারণ ভাইরাসে দৈনিক মৃত্যু হার ১৫৯ জন। এই সংখ্যাটাও গত পরিসংখ্যানের চেয়ে বেশি। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৪ লক্ষ ৭৪ হাজার ১১১ জন।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে বর্তমানে দেশে করোনা অ্যাকটিভ রোগী রয়েছেন ৯৪ হাজার ৭৪২ জন। যা গত ২৪ ঘন্টায় হাজারের বেশি। তবে, বাড়ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮৮ জন। সুস্থতার হার ৯৮ শতাংশের বেশি। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩০ কোটি ৩৯ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ লক্ষ ডোজ দেওয়া হয়েছে গত ২৪ ঘণ্টায়।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন