কোভিডে বিপর্যস্ত দেশ, কিন্তু তার মধ্যেই জোরকদমে চলছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। নয়া সংসদ ভবন, প্রধানমন্ত্রীর নয়া বাসভবন নির্মাণের এই প্রকল্পে প্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি খরচ হচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে কেন এই সৌন্দর্যায়ন প্রকল্পে তাড়াহুড়ো তা নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ইতিমধ্যেই মামলাটি দিল্লি হাইকোর্টে বিচারাধীন।
কেন্দ্রীয় এই প্রকল্প স্থগিত করার আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি বিনীত সরণ এবং দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ এদিন মামলাকারীকে পরামর্শ দেয়, এই মামলার দ্রুত শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করা হোক। শীর্ষ আদালত হাইকোর্টকেও দ্রুত এই মামলার শুনানির জন্য আবেদন করেছে। সোমবার এই মামলার শুনানি করার জন্য হাইকোর্টের কাছে আবেদন জানাতে বলেছে শীর্ষ আদালত।
এদিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল করেন। তিনি বলেন, মামলাটি দিল্লি হাইকোর্টে বিচারাধীন। তারপরেও কেন শীর্ষ আদালতে মামলা দায়ের হচ্ছে! উল্লেখ্য, মামলাকারী আগেই দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন। কিন্তু মঙ্গলবার হাইকোর্ট জানায়, ১৭ মে এই মামলার শুনানি হবে। তাই দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারী।
এদিকে, দেশের কোভিডের বাড়বাড়ন্ত বিপর্যয়ের মধ্যে ফেলেছে দিল্লিকে। তার মধ্যে রাজধানীতে ঢাকঢোল পিটিয়ে সৌন্দর্যায়ন, বিশেষ করে প্রধানমন্ত্রীর নয়া বাসভবনের কাজ অন্তত ৪-৬ সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করেন মামলাকারী। কিন্তু সুপ্রিম কোর্ট কর্ণপাত করতে নারাজ।