সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ মেনে এবার দেশের আট হাইকোর্টে নয়া প্রধান বিচারপতি নিয়োগে ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের। পাঁচ প্রধান বিচারপতির বদলির সুপারিশও কার্যকর করেছে কেন্দ্র। দেশের একাধিক হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্ট কলেজিয়াম তৎপরতা নিয়েছিল। সেই মতো বেশ কিছু নামও কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। সেই অনুযায়ীই এবার আট প্রধান বিচারপতি নিয়োগে ছাড়পত্র কেন্দ্রের।
বিচারপতি অনিল কুরেশিকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হচ্ছে। বিচারপতি কুরেশি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব সামলাচ্ছিলেন। অন্যদিকে বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তিকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব থেকে সরিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হচ্ছে।
বিচারপতি মহম্মদ রফিককে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে বিচারপতি রফিক মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে রয়েছেন। একইভাবে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার যিনি এখন মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি, তাঁকে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি একে গোস্বামীকে ছত্তীশগড় হাইকের্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করছে কেন্দ্র।
আরও পড়ুন- ‘সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে জঙ্গি ঢোকানোর কৌশল’, পাক ছক ভেস্তে দিচ্ছে সেনা, জানালেন নারাভানে
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করছে কেন্দ্র। মেঘালয় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জিত ভি মোরে। তেলেঙ্গনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হচ্ছে সতীশ চন্দ্র শর্মাকে। কলাকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে আরভি মালিমথ। কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি পদে ঋতুরাজ অবস্থিকে নিয়োগ দিচ্ছে কেন্দ্রীয সরকার। গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন অরবিন্দ কুমার। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন প্রশান্ত কুমার মিশ্র।
একনজরে কোন হাইকোর্টে প্রধান বিচারপতি পদে কাকে নিয়োগ:
- রাজস্থান হাইকোর্ট- বিচারপতি অনিল কুরেশি
- ত্রিপুরা হাইকোর্ট- বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি
- হিমাচল প্রদেশ হাইকোর্ট- বিচারপতি মহম্মদ রফিক
- সিকিম হাইকোর্ট- বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার
- ছত্তীশগড় হাইকোর্ট- বিচারপতি একে গোস্বামী
- কলকাতা হাইকোর্ট- বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব
- মেঘালয় হাইকোর্ট- বিচারপতি রঞ্জিত ভি মোরে
- তেলেঙ্গনা হাইকোর্ট- বিচারপতি সতীশ চন্দ্র শর্মা
- মধ্যপ্রদেশ হাইকোর্ট- বিচারপতি আর ভি মালিমথ
- কর্নাটক হাইকোর্ট- বিচারপতি ঋতুরাজ অবস্থি
- গুজরাত হাইকোর্ট- বিচারপতি অরবিন্দ কুমার
- অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট- বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র
Read full story English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন