দেশজুড়ে কমছে সংক্রমণ। ফলে বিধিনিষেধ সংশোধন বা শিথিল করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র।
স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য, গত ২১ জানুয়ারি থেকেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী। একটা সময় দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লক্ষের উপরে উঠে গিয়েছিল, গত সপ্তাহে তা গড়ে ৫০ হাজারে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের সামান্য বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য জারি করা বিধিনিষেধ শিথিল করেছে। এই অবস্থায় রাজ্যে সংক্রমণের প্রবণতা, সক্রিয় রোগীর হার এবং পজিটিভিটি রেট বিবেচনা করে দেখুক রাজ্য প্রসাসনগুলি। মুখ্য সচিবদের নির্দেশিকায় জানিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের দেওয়া নির্দেশিকায় উল্লেখ 'বর্তমানে, যেহেতু দেশ জুড়ে করোনা সংক্রমণের হার নিমন্মুখী তাই রাজ্যগুলির উচিত আক্রান্তের সংখ্যা বিবেচনা করে আরোপিত অতিরিক্ত বিধিনিষেধগুলি পর্যালোচনা করা এবং সংশোধন বা শিথিল করা।'
Read in English