Advertisment

UPSC Lateral Entry: ল্যাটারাল এন্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, বিতর্ক রুখতে ইউপিএসসিকে বিরাট নির্দেশ কেন্দ্রের

Centre asks UPSC: ওই বিজ্ঞপ্তি জারির পর, জোটশরিক থেকে বিরোধী, বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিবাদ করেছিল

author-image
IE Bangla Web Desk
New Update
UPSC, Lateral entry, ইউপিএসসি, ল্যাটারাল এন্ট্রি,

UPSC-Lateral entry: বিজ্ঞপ্তিতে বেশ কিছু মন্ত্রকে যুগ্মসচিব পদে নিয়োগের কথাও বলা হয়েছিল।

Centre asks UPSC to cancel ad for lateral entry recruitment: ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ৪৫টি পদে উচ্চপদস্থ আমলা নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে (ইউপিএসসি) নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ইউপিএসসির ওই বিজ্ঞাপন একটি রাজনৈতিক বিতর্ক তৈরির পরে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার ইউপিএসসিকে ওই বিজ্ঞপ্তি বাতিল করতে বলেছে।

Advertisment

এই ব্যাপারে ইউপিএসসি (UPSC) চেয়ারপার্সন প্রীতি সুদানের কাছে একটি চিঠিতে, কর্মী ও প্রশিক্ষণ বিভাগের মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, 'সামাজিক ন্যায়বিচারের প্রতি সাংবিধানিক আদেশ বহাল রাখা গুরুত্বপূর্ণ। যাতে, প্রান্তিক সম্প্রদায়ের যোগ্য প্রার্থীরা সরকারি পরিষেবাগুলোতে তাদের ন্যায্য প্রতিনিধিত্ব পান। যেহেতু এই পদগুলোকে বিশেষ হিসেবে বিবেচনা করা হয়েছে। একজন ক্যাডার হিসেবে মনোনীত করা হয়েছে, তাই এই সব নিয়োগে সংরক্ষণের কোনও বিধান নেই।'

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স-এ লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi জি সর্বদা সামাজিক ন্যায়বিচারে দৃঢ়ভাবে বিশ্বাসী। তাঁর কর্মসূচি আমাদের সমাজের দুর্বলতম অংশের জন্য উন্নত কল্যাণ সাধন করেছে। সংরক্ষণের নীতিগুলোর সঙ্গে ল্যাটারাল এন্ট্রিকে একসারিতে বিবেচনা করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জি-র সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতিকেই তুলে ধরেছে।'

জিতেন্দ্র সিং বলেছেন যে, 'সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নজরদারির প্রেক্ষিতে এই দিকটি পর্যালোচনা এবং সংস্কার করা দরকার। অতএব, আমি ইউপিএসসি (UPSC)-কে ১৭.৮.২০২৪ তারিখে জারি করা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করার অনুরোধ করছি। এই পদক্ষেপে সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়নের সাধনায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে।'

গত ১৭ আগস্ট, ইউপিএসসি ২৪টি কেন্দ্রীয় মন্ত্রকে যুগ্মসচিব, পরিচালক এবং উপসচিব পদে 'ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগের জন্য প্রতিভাবান এবং অনুপ্রাণিত ভারতীয় নাগরিকদের'কে আবেদনের জন্য আহ্বান করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। এই বিজ্ঞাপন বিরোধী দল এবং এনডিএ সরকারে বিজেপির মূল শরিক জেডি(ইউ) এবং এলজেপিকে ক্ষুব্ধ করেছিল। ওই শরিক দলগুলো এই পদক্ষেপের বিরোধিতা করেছিল। যাতে রাজনৈতিক জল্পনা তৈরি হয়।

সোমবারও, কংগ্রেস ইউপিএসসি (UPSC) বিজ্ঞাপন ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের ওপর আক্রমণ অব্যাহত রেখেছিল। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইউপিএসসির এই বিজ্ঞাপনকে, 'দলিত, ওবিসি এবং আদিবাসীদের ওপর আক্রমণ' বলে অভিযোগ করেছিলেন।

আরও পড়ুন- ‘হাসপাতালে ভাঙচুরের অনুমতি দিচ্ছিল পুলিশ?’, আইনরক্ষকদের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

ইউপিএসসি (UPSC)-র সিদ্ধান্ত নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতেও মতভেদ দেখা দেয়। জনতা দল (ইউনাইটেড) এবং লোকজনশক্তি পার্টি (রামবিলাস) ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগের বিরোধিতা করেছিল। আর, তেলুগু দেশম পার্টি এই প্রক্রিয়ায় নিয়োগকে সমর্থন করেছিল। এই ব্যাপারে তেলুগু দেশম পার্টি বলেছিল যে, আমলাতন্ত্রে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগের অন্তর্ভুক্তি, 'শাসনের মান উন্নত করবে এবং সাধারণ নাগরিকের কাছে পরিষেবা পৌঁছে দেবে।'

upsc Modi Government Centre
Advertisment