ছিল ১৫০টাকা থেকে ১৬০টাকা প্রতি কেজি। হল রাতারাতি ৯০টাকা। এখন স্বস্তা টমেটো। আর তা শুনেই কেনার হিড়িক ক্রেতাদের। উপচে পড়ছে ভিড়। গত কয়েকদিন দেশের বিভিন্ন রাজ্যে টমেটোর দাম হাত পুড়িয়েছে আম-আদমির। এবার কিছুটা হলেও স্বস্তি। প্রায় অর্ধেক দাম টমেটোর।
টমেটোর দাম বৃদ্ধি দেখে সরকারের গৃহীত পদক্ষেপের প্রভাবেই কমেছে টমেটোর দাম। দিল্লি-এনসিআরে সস্তায় টমেটো বিক্রি শুরু হয়েছে এবং এখান টমেটোর দাম প্রতি কেজি ৯০ টাকা। যেখানে খুচরো বাজারে টমেটোর দাম কেজি প্রতি ১৫০থেকে ১৬০ টাকা।
দিল্লি-এনসিআরে প্রতি কেজি টমেটো বিকোচ্ছে ৯০ টাকায়। ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন (এনসিসিএফ) কিছু রাজ্য থেকে টমেটো সংগ্রহ করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্র থেকে টমেটোর আমদানি শুরু হয়েছে। সরকার ন্যাফেড এবং এনসিসিএফ-এর মতো কৃষি বিপণন সংস্থাগুলিকে সুলভ মূল্যে গ্রাহকদের কাছে টমেটো বিক্রির নির্দেশ দিয়েছে।
অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টমেটোর নতুন স্টক খুচরো দোকানে বিতরণ করা হবে। শুক্রবার থেকে এটি বিক্রি শুরু হবে এবং দিল্লি-এনসিআর অঞ্চলের লোকেরা এখন থেকে সস্তায় পাবেন টমেটো।
উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং বলেছেন “কেন্দ্রীয় সরকার প্রতি কেজি ৯০ টাকায় টমেটো বিক্রি শুরু করেছে। সরকার গ্রাহকদের সুরাহা দিতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লিতে টমেটোর নতুন দাম কার্যকর করা হয়েছে। শীঘ্রই এটি খুচরো বাজারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে, যার কারণে সেখানেও টমেটোর দাম কমার সম্ভাবনা রয়েছে”।
গত কয়েকদিনে টমেটো কিনতে ঘুম উড়েছে মধ্যবিত্তের। টমেটোর দাম প্রতি কেজি ১৫০-১৬০ টাকা পর্যন্ত উঠেছে। একই সময়ে, দিল্লির খুচরো বাজারে এর দাম প্রতি কেজি ২২০ টাকায় হওয়ায় তা সংবাদ শিরোনামে আসে।