কোভিড চিকিৎসায় বাড়ছে অক্সিজেনের চাহিদা। এই প্রেক্ষাপটে এবার সাহায্যের হাত বাড়াল ভারতীয় বায়ুসেনা। সরকারকে সাহায্য করতে এবার অক্সিজেন কন্টেইনার, সিলিন্ডার, প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম ও স্বাস্থ্যকর্মীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা ।
কোচি, মুম্বই, ভাইজাগ এবং বেঙ্গালুরু থেকে ডাক্তার ও নার্সিং স্টাফকে আনার ব্যবস্থা করেছে। এমনকি বেঙ্গালুরু থেকে অক্সিজেন নিয়ে দিল্লির হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে।
ভারতীয় বিমানবাহিনী ট্যুইট করে জানিয়েছে, কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বায়ুসেনা সব রকম সাহায্য করবে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশব্যাপী জনগণকে সাহায্য করার জন্যে সমস্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করেছেন।
রাজনাথের এই নির্দেশ পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে সেনাবাহিনী। দিল্লিতে ডিআরডিও-র ৫০০ বেডের হাসপাতাল খুলে দেওয়া হয়েছে সাধারণ নাগরিকদের চিকিৎসার জন্য।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন