/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/iaf.jpg)
কোভিড চিকিৎসায় বাড়ছে অক্সিজেনের চাহিদা। এই প্রেক্ষাপটে এবার সাহায্যের হাত বাড়াল ভারতীয় বায়ুসেনা। সরকারকে সাহায্য করতে এবার অক্সিজেন কন্টেইনার, সিলিন্ডার, প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম ও স্বাস্থ্যকর্মীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা ।
কোচি, মুম্বই, ভাইজাগ এবং বেঙ্গালুরু থেকে ডাক্তার ও নার্সিং স্টাফকে আনার ব্যবস্থা করেছে। এমনকি বেঙ্গালুরু থেকে অক্সিজেন নিয়ে দিল্লির হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে।
ভারতীয় বিমানবাহিনী ট্যুইট করে জানিয়েছে, কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বায়ুসেনা সব রকম সাহায্য করবে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশব্যাপী জনগণকে সাহায্য করার জন্যে সমস্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করেছেন।
#IndiaFightsCorona
The IAF transport fleet is supporting the fight against Covid-19. Air lift of medical personnel, critical equipment and medicines is underway for Covid Hospitals and facilities across the country. pic.twitter.com/eBHv2yicyR— Indian Air Force (@IAF_MCC) April 21, 2021
রাজনাথের এই নির্দেশ পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে সেনাবাহিনী। দিল্লিতে ডিআরডিও-র ৫০০ বেডের হাসপাতাল খুলে দেওয়া হয়েছে সাধারণ নাগরিকদের চিকিৎসার জন্য।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন