Advertisment

‘উন্নয়নের রাজনীতি করে মোদী সরকার, উন্নয়ন নিয়ে কোনরকম রাজনীতি করে না’

AIIMS কাণ্ডে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
AIIMS,AIIMS in Darbhanga,Bihar,Bihar Deputy Chief Minister & RJD leader Tejashwi Yadav,Darbhanga,lie,PM Modi,Tejashwi Yadav Attack PM Modi,বিহারের উপমুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দারভাঙ্গা AIIMS নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

দারভাঙ্গা AIIMS নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি টুইটারের মোদী সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ এনে কড়া ভাষায় এর নিন্দা জানান। টুইটারে একটি পুরনো চিঠি শেয়ার করে তেজস্বী যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরাট অভিযোগ করেছেন। একইসঙ্গে তেজস্বীর অভিযোগের কড়া জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়াও।

Advertisment

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্য শনিবার বলেছেন, যে ‘মোদী সরকার উন্নয়নের রাজনীতি করে, উন্নয়ন নিয়ে রাজনীতি করে না’। তিনি বিহারের উপ-মুখ্যমন্ত্রীকে দরভাঙ্গায় প্রস্তাবিত AIIMS-এর জন্য উপযুক্ত জমি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তেজস্বী বলেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দারভাঙ্গায় এইমস তৈরির উদ্যোগ নিয়েছিলেন এবং জাতীয় সড়কের কাছে একটি উপযুক্ত জায়গায় জমিও দিয়েছেন, কিন্তু কেন্দ্র সেই জমি উপযুক্ত নয় বলে প্রত্যাখ্যান করেছে।  

দারভাঙ্গায় প্রস্তাবিত AIIMS নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং বিহার সরকারের স্বাস্থ্যমন্ত্রী তেজস্বী যাদবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমত যুদ্ধ চলছে। আসলে, দারভাঙ্গা AIIMS নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বক্তব্যের পরে, তেজস্বী যাদব এক ট্যুইট বার্তায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন।

তেজস্বী যাদবের অভিযোগের জবাবে মনসুখ মান্ডাভিয়া টুইট করে বলেছেন, “প্রিয় তেজস্বী জি, মোদী সরকার উন্নয়নের রাজনীতি করে, উন্নয়ন নিয়ে কোন রাজনীতি করে না”। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। AIIMS দারভাঙ্গার অনুমতি মোদি সরকার ১৯ সেপ্টেম্বর ২০২০-এ দিয়েছিলেন। বিহার সরকার ৩ নভেম্বর, ২০২১-এ AIIMS-এর জন্য জমি দিলেও ৩০ এপ্রিল, ২০২৩ তারিখে জমি বদল করা হয়। জমি বদল কার স্বার্থে কেন করা হয়েছে"?

অন্য একটি টুইটে, তেজস্বী বলেছেন, ‘জুনে আমরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তাকে AIIMS নির্মাণের জন্য অনুরোধ জানিয়েছিলাম এবং আশা নিয়ে একটি চিঠিও লিখেছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি’।

বিহারের দ্বারভাঙায় AIIMS  নিয়ে মিথ্যা কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার সাংবাদিকের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগই করেন বিহারের উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। পাশাপাশি মণিপুর ইস্যুতেও মোদীকে নিশানা করেন তিনি।

AIIMS
Advertisment