Advertisment

আম-আদমির বিরাট স্বস্তি, আধার-ভোটার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়াল কেন্দ্র

নিয়মটি ২০২২ সালের সেপ্টম্বর মাস থেকে কার্যকর করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
aadhaar card, voter id link, aadhaar card news, central government, indian expres

নিয়মটি ২০২২ সালের সেপ্টম্বর মাস থেকে কার্যকর করা হয়।

বর্তমানে ব্যাঙ্ক থেকে শুরু করে সকল কাজে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক হয়ে পড়েছে। ভোটার কার্ডের ক্ষেত্রে আধার কার্ডের লিঙ্ক করতে হবে নির্দেশ নির্বাচন কমিশনের। এই নিয়মটি ২০২২ সালের সেপ্টম্বর মাস থেকে কার্যকর করা হয়।এর মাঝেই সকলের জন্য বড়সড় স্বস্তি আনল কেন্দ্র।

Advertisment

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা অনেকটাই বাড়াল কেন্দ্র। এই সময়সীমা ১লা এপ্রিল, ২০২৩ থেকে বাড়িয়ে ৩১ মার্চ, ২০২৪ করা হয়েছে। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের তরফে ২১ শে মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “কেন্দ্রীয় সরকার ১লা এপ্রিল ২০২৩ এর বদলে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়ে ৩১ শে মার্চ, ২০২৪ করা হয়েছে”।

১২ ডিসেম্বর পর্যন্ত, নির্বাচন কমিশন ৫৪.৩২ কোটি আধার নম্বর সংগ্রহ করেছে, যদিও ভোটার আইডিগুলির সাথে আধার লিঙ্ক করার প্রক্রিয়া এখনও শুরু হয়নি, পোল প্যানেল ১৫ ডিসেম্বর, ২০২২-এ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি তথ্যের অধিকার (আরটিআই) উত্তরে একথা জানিয়েছিল।

Aadhaar Card
Advertisment