অভিনেতা ও সমাজকর্মী চেতন কুমার শনিবার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার তাঁর ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ড বাতিল করেছে। সরকারের তরফে চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁকে ওই কার্ড ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়, মার্কিন নাগরিক চেতন জানিয়েছেন যে তিনি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে ২৮ মার্চ তারিখ দেওয়া একটি চিঠি পেয়েছেন। যে চিঠিতে তাঁকে ওসিআই কার্ড ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisment
চেতন বলেন, 'আমি এই বিষয়ে কর্ণাটক হাইকোর্টের কাছে যাব এবং দেখব যে কী করা যায়। চিঠিতে দাবি করা হয়েছে যে আমি কোভিড-১৯ নির্দেশিকা লঙ্ঘন করেছি। আর, একজন বিচারকের বিরুদ্ধে সমালোচনা করেছি। যদিও কোনও ক্ষেত্রেই আমাকে দোষী সাব্যস্ত করা হয়নি। শাসক চায় না, মানুষ অন্যায় ও অসমতা নিয়ে প্রশ্ন করুক। এটা প্রথমবার নয় আর শেষবারও না। এক উন্নত সমাজের জন্য আমি আমার লড়াই চালিয়ে যাব।'
২০২২ সালের জুনে, চেতনকে এফআরআরও একটি কারণ-দর্শানোর নোটিশ দিয়েছিল। তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল, কেন তাঁর ওসিআই কার্ড বাতিল করা উচিত নয়, তা ব্যাখ্যা করতে। নোটিসে বলা হয়েছে যে চেতন বিচারকদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন। তিনি 'দেশবিরোধী' কার্যকলাপ করেছেন। চেতন পালটা তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন যে তিনি বহু বছর ধরেই ভারতে সামাজিক কাজ এবং চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত। আর, একজন ভারতীয় নাগরিককেও তিনি বিয়ে করেছেন। যাইহোক, ১৪ এপ্রিল, স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর ওসিআই বাতিল করল। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে চেতনের প্রতিক্রিয়াকে 'অসন্তোষজনক' বলে দাবি করা হয়েছে।
চেতন বলেছেন, 'সরকারের এই সব কাজকর্মের উদ্দেশ্যই হল ভয়ের পরিবেশ তৈরি করা এবং সমাজকর্মীদের চুপ করিয়ে দেওয়া। ক্ষমতাসীনরা কখনও নির্যাতিত ও পীড়িতদের ক্ষমতায়ন করতে চায় না। তারা স্থিতাবস্থা বজায় রাখতে চায়। আমার মত কর্মী, যাঁরা পরিবর্তন আনতে চেষ্টা করে, তাঁদের প্রায়ই মামলা এবং এই ধরনের সমস্যা নিয়ে হুমকি দেওয়া হয়। এটা আমার কাছে অবাক হওয়ার মত কোনও ব্যাপার না।'