কোভিশিল্ড টিকা ব্যবহারে বড়সড় বদল আনল স্বাস্থ্যমন্ত্রক। বাড়ল কোভিশিল্ডের দু’টি ডোজ নেওয়ার মধ্যেকার ব্যবধান। এবার থেকে দেশে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার একটি ডোজ নেওয়ার ২৮ দিন পর নয়, ৬ থেকে ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজটি নিতে হবে।
অক্সফোর্ডও তাদের ট্রায়ালে জানিয়েছিল, ১২ সপ্তাহের পর দ্বিতীয় ডোজ নিলে টিকা কার্যকরী হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ এবং ভ্যাকসিন প্রশাসনের দায়িত্বে থাকা জাতীয় বিশেষজ্ঞদের গ্রুপ। এরপরই অক্সফোর্ডের মতকেই মান্যতা দিল ভারত সরকার।
প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিশিল্ড ছয় থেকে আট সপ্তাহের ব্যবধানে দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে টিকা দিতে যেন আট সপ্তাহের বেশি দেরি না হয়, তাও স্পষ্ট করে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশিকা কেবলমাত্র কোভিশিল্ডের জন্যই বলবৎ হবে, কোভ্যাক্সিনের ক্ষেত্রে নয়া নিয়ম প্রযোজ্য নয়।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন