ভারতে আর কয়েকদিনের মধ্যেই ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডি ভ্যাকসিন। এমনটাই আশার বাণী শুনিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনাওয়ালা। তাঁর কথায়, জানুয়ারির মধ্যেই কোভিশিল্ড ভারতে ব্যবহারের জন্য লাইসেন্স পেয়ে যাবে। অক্সফোর্ডের ভ্যাকসিনের টেস্ট, প্রস্তুতকরণ এবং বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে পুণের সংস্থা সেরাম।
একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে সাংবাদিকদের পুনাওয়ালা বলেছেন, ব্রিটেনে অক্সফোর্ডের নির্মিত ভ্যাকসিনকে ড্রাগ কন্ট্রোল ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়ে দেবে। ভারতেও কোভিশিল্ড ছাড়পত্র পাওয়ার মুখে। তবে ড্রাগ কন্ট্রোলের সুরক্ষার সঙ্গে আপস না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুনাওয়ালা। বলেছেন, "কেউই সুরক্ষার সঙ্গে সমঝোতা করতে চান না। তবে আমরা আশাবাদী, শীঘ্রই সব তথ্য খতিয়ে দেখে ড্রাগ কন্ট্রোল দ্রুত ছাড়পত্র দেবে।"
আরও পড়ুন দেশে ছড়াচ্ছে আতঙ্ক, নয়া স্ট্রেনের সংক্রমণ রুখতে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের
প্রসঙ্গত, ভারতের বাজারে ভ্যাকসিন উপলব্ধ করতে আগেই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক জরুরি অনুমোদন চেয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। তবে গুরুত্বপূর্ণ এই টিকা দেশে আনার আগে আরও তথ্য যাচাই করে তবেই জরুরি অনুমোদন দেওয়া হবে এমনটাই বলা হয়েছে। ভ্যাকসিন বিশেষজ্ঞ দল এই ভ্যাকসিনগুলির বিষয়ে আরও বেশ কিছু তথ্য যাচাই করে দেখবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন