আগামী বৃহস্পতিবার শুরু পাঁচ রাজ্যে বিধানসভার প্রথম দফা নির্বাচন। তার ঠিক আগে করোনা ভ্যাকসিনের ৫ কোটি ডোজ কেনার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। শনিবার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে একথা জানা গিয়েছে। একদিন আগেই ভার্চুয়াল ভোটপ্রচারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টেনে এনেছিলেন করোনা ভ্যাকসিনের প্রসঙ্গ। অভিযোগ করেছিলেন, যথেষ্ট ভ্যাকসিন পাচ্ছে না বলে বিরোধীরা মিথ্যে অভিযোগ করছে।
মোদির সেই বক্তব্যের পরেই ৫ কোটি ভ্যাকসিন কেনার কথা জানাল স্বাস্থ্য মন্ত্রক। নতুন এই সমস্ত ভ্যাকসিন কেনা হবে বায়োলজিক্যাল ই সংস্থা থেকে। কর বাদ দিয়ে যার প্রতিটির দাম পড়বে ১৪৫ টাকা। প্রতিটিই কোরবেভ্যাক্স ভ্যাকসিন। কারা এই ভ্যাকসিনগুলো পাবেন, তা অবশ্য এখনও জানায়নি সরকার। তবে সূত্রের খবর স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে করোনার প্রথমসারির যোদ্ধা এবং কোমর্বিডিটি আছে, এমন সিনিয়র সিটিজেনদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। নতুন কেনা ডোজগুলো তাঁদেরই দেওয়া হতে পারে।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাষ্ট্রায়ত্ত সংস্থা 'দ্য এইচএলএল লাইফকেয়ার লিমিটেড' জানুয়ারির শেষের দিকেই কোরবেভ্যাক্স ভ্যাকসিন কেনার কথা জানিয়েছে। এই সরকারি নির্দেশমতো হায়দরাবাদের সংস্থাটির ফেব্রুয়ারির মধ্যেই ভ্যাকসিন জোগান দেওয়ার কথা। সংসদে ইতিমধ্যে সরকার জানিয়েছে, অনূর্ধ্ব ১৫ বছরের শিশুদের পাশাপাশি যাঁদের করোনার সতর্কতামূলক ডোজ পাওয়ার কথা, তাঁদের প্রত্যেককেই ভ্যাকসিন দেওয়া হবে। এর পাশাপাশি, করোনার বুস্টার ডোজ দেওয়ার কাজ যেমন চলছে, তেমনই চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
Read in English