করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল দেশ। কয়েক মাসের মধ্যেই ভারতে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। সিদুঁরে মেঘ দেখছেন দেশবাসী। তৎপর প্রশাসন। তৃতীয় ঢেউ আসার আগেই প্রস্তুতি সেরে নিতে চাইছে প্রশাসন৷ তাই আনলক নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র৷ নির্দেশিকায় সাফ জানানো হয়েছে যে, এক সপ্তাহ ধরে পজিটিভিটি রেট ৫ শতাংশের কম আর মোট জনসংখ্যার ৭০ শতাংশের টীকাকরণ- এই দু'টির উপর কড়া নজর রাখা হচ্ছে৷ মানতে হবে কোভিড স্বাস্থ্যবিধি৷ তারপরই জেলা স্তরে আনলকের অনুমতি দেওয়া হবে।
ভারতের কোভিড-১৯ টাস্ক ফোর্সের সদস্য তথা আইসিএমআর-রডিরেক্টার ডঃ বলরাম ভার্গব মঙ্গলবার জানিয়েছেন যে, ভারতে তৃতীয় ঢেউয়ের ব্যাপক ধাক্কা সামলাতে ৫ শতাংশের কম পজিটিভিটি রেট হতে হবে, তখন একটু একটু করে খুলতে হবে৷ পাশাপাশি ৭০ শতাংশ মানুষের টীকাকরণ হতে হবে। সব জেলাকে টিকাকরণের নিশ্চয়তা দিতে হবে। থখনই বিধিনিষেধ কিছুটা শিথিল হতে পারে।
আরও পড়ুন- কলকাতা মেডিকেল থেকে জীবনদায়ী ওষুধ চুরি, রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১০ হাজারের কম
পরিসংখ্যান অনুসারে, এপ্রিলের প্রথম সপ্তাহে ২০০-র কম জেলায় ১০ শতাংশের বেশি সংক্রমণ ছিল৷ এপ্রিলের শেষ সপ্তাহে ৬০০ জেলায় ১০ শতাংশের বেশি পজিটিভ রেট ছিল৷ বর্তমানে দেশের ২৩৯ জেলায় ১০ শতাংশের অধিক সংক্রমণ হার রয়েছে৷ ১৪৫টি জেলায় ৫ থেকে ১০ শতাংশ পজিটিভ রেট রয়েছে৷ ৩৪৪ জেলায় ৫ শতাংশের কম পজিটিভ রেট৷
তবে, বিধি-নিষেধ শিথিলের বিষয়টি সম্পূর্ণ পরিস্থিতির উপর নির্ভর করছে। বিশেষজ্ঞদের ধারণা জুনে অনেকটাই কমবে সংক্রমণের গতি। তবে, সতর্ক থাকতে হবে। ভাইরাস তার চরিত্র বদল করলে তা উদ্বেগের কারণ হতে পারে। চাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঢিলেমির কোনও অবকাশ নেই।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন