scorecardresearch

মণিপুর নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টও, বাইরে চুপ সরকার সত্যিটা ফাঁস করল আদালতে

বুধবার থেকে জাতিসংঘর্ষে উত্তপ্ত মণিপুর।

Manipur

কার্ফু শিথিলের পর গত দু’দিন মণিপুরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্র এবং মণিপুর সরকারের পক্ষে হাজিরা দিয়ে সুপ্রিম কোর্টকে এমনটাই জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান যে মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। আদালত শুনানিপর্বে সলিসিটার জেনারেলের বক্তব্য নথিবদ্ধ করেছে।

দেশের প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহা এবং জেবি পারদিওয়ালার একটি বেঞ্চ সুপ্রিম কোর্টে মণিপুর পরিস্থিতির ওপর একগুচ্ছ আবেদনের শুনানি করছে। এই আবেদনের মধ্যে অন্যতম হল ক্ষমতাসীন বিজেপি বিধায়কের আবেদন। যিনি তফসিলি উপজাতি (এসটি) ইস্যুতে মণিপুর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন।

মেইতেই সম্প্রদায়ের এসটি মর্যাদার দাবিকে কেন্দ্র করে গত বুধবার থেকে দেশের উত্তর-পূর্বের রাজ্য মণিপুর উত্তপ্ত। উপজাতিদের সঙ্গে মেইতেইদের ভয়ানক সংঘর্ষের সাক্ষী হয়েছে এই পার্বত্য রাজ্য। সেই দাঙ্গার তদন্তে বিশেষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে মণিপুরের এক উপজাতি সংগঠন।

এই সংকটকে একটি ‘মানবিক’ সমস্যা বলে উল্লেখ করে, সুপ্রিম কোর্ট মণিপুর সরকারকে খাদ্য ও ওষুধের মতো মৌলিক সুযোগ-সুবিধা সরবরাহ করতে এবং ত্রাণশিবিরে প্রয়োজনীয় ব্যবস্থার আয়োজন করতে নির্দেশ দিয়েছে। শুনানির সময়, আদালত জোরের সঙ্গে জানিয়েছে, বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসন এবং ধর্মীয় উপাসনালয়ের সুরক্ষার দিকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে ধেয়ে আসছে সাইক্লোন, কীভাবে তৈরি হয় ঘূর্ণিঝড়?

এই ব্যাপারে প্রধান বিচারপতি বলেন, ‘যে সমস্ত উদ্বেগ তৈরি হয়েছে, তার সমাধান করা হবে। দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা জোর দিচ্ছি ত্রাণ শিবিরগুলোয় খাবার, চিকিৎসার যথাযথ ব্যবস্থার ওপর। বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসন এবং ধর্মীয় উপাসনালয়গুলোর সুরক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা দরকার।’

শীর্ষ আদালত কেন্দ্র এবং মণিপুর সরকারকে গোটা ঘটনায় ১০ দিনের মধ্যে একটি রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে জানিয়েছে, মামলার পরবর্তী শুনানির হবে ১৭ মে। গত সপ্তাহে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরুর পর থেকে মণিপুরে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। যার জেরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। সেই ভিডিও কনফারেন্সের বার্তায় মণিপুরের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সংঘর্ষ বন্ধ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Centre tells sc that no untoward incident in manipur in last two days