Advertisment

বদলে যেতে চলেছে জম্মু-কাশ্মীর বিধানসভার অঙ্ক? আসন সংরক্ষণে বড় ভাবনা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকার 'জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইন-২০১৯' সংশোধন করতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kashmiri Migrants, J&K Reorganisation Act 2019, J&K Legislative Assembly, Jammu and Kashmir, Indian Express, India news, current affairs

কেন্দ্রীয় সরকার 'জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইন-২০১৯' সংশোধন করতে চলেছে।

বদলে যেতে চলেছে জম্মু ও কাশ্মীর বিধানসভার অঙ্ক? বাস্তুচ্যুত, অভিবাসীদের জন্য আসন সংরক্ষণ, আইন পরিবর্তনের প্রস্তুতি কেন্দ্রের। কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন ২০১৯-এর সংশোধন করতে প্রস্তুত। জম্মু ও কাশ্মীর বিধানসভায় 'কাশ্মীরি অভিবাসীদের' জন্য দুটি আসন এবং পাক-অধিকৃত কাশ্মীর থেকে ‘অভিবাসীদের’ জন্য একটি আসন সংরক্ষণ করতে চলেছে। এর জন্য, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল-২০২৩ লোকসভায় পেশ করা হবে। জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসন সংখ্যা ১০৭ থেকে বেড়ে ১১৪ হয়েছে। যার মধ্যে ৯টি আসন তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত।

Advertisment

কেন্দ্রীয় সরকার 'জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইন-২০১৯' সংশোধন করতে চলেছে। জম্মু ও কাশ্মীর বিধানসভায় 'কাশ্মীরি অভিবাসীদের' জন্য দুটি আসন এবং পাক-অধিকৃত কাশ্মীরের ‘বাস্তুচ্যুত’দের জন্য একটি আসন সংরক্ষণ করতে চলেছে। যাতে এই জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকারের পাশাপাশি তাদের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও রক্ষা করা যায়। এই সদস্যদের মনোনীত করবেন লেফটেন্যান্ট গভর্নর। 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর প্রতিবেদন অনুসারে, এর জন্য 'জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল-২০২৩' লোকসভায় পেশ করা হবে।

নতুন বিলে, আইনের ১৪ ধারা সংশোধন করে দুটি নতুন ধারা- ধারা ১৫এ এবং ১৫বি অন্তর্ভুক্ত করা হবে। ধারা ১৪-এর সংশোধনী আইনে '১০৭ আসনের' পরিবর্তে '১১৪ আসন' অন্তর্ভুক্ত করবে। যদিও ধারা ১৫এ এবং ১৫বি তে তিনটি সংরক্ষিত আসনের বিবরণ থাকবে। 'কাশ্মীরি অভিবাসীদের' জন্য সংরক্ষিত আসন সংক্রান্ত সংশোধিত বিল অনুসারে, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর কাশ্মীরি অভিবাসী সম্প্রদায় থেকে ২ জনের বেশি সদস্যকে জম্মু ও কাশ্মীর বিধানসভায় মনোনীত করতে পারবেন না, যার মধ্যে একজন মহিলা থাকবেন। একই সময়ে, ১৫বি  ধারা অনুযায়ী 'জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের বাস্তুচ্যুতদের মধ্য থেকে একজন সদস্যকে জম্মু ও কাশ্মীরের বিধানসভায় মনোনীত করতে পারেন।'

এই বিলটি জম্মু ও কাশ্মীর সম্পর্কিত চারটি সাংবিধানিক সংশোধনীর একটি, যা কেন্দ্র সংসদে পেশ করেছে। অন্যান্য বিলগুলি হল সংবিধান (জম্মু ও কাশ্মীর) তফসিলি জাতি আদেশ (সংশোধন) বিল, ২০২৩, সংবিধান (তফসিলি জাতি) আদেশ (সংশোধন) বিল, ২০২৩, সংবিধান (জম্মু ও কাশ্মীর) তফসিলি উপজাতি আদেশ (সংশোধন) বিল, ২০২৩।

jammu and kashmir
Advertisment