scorecardresearch

বাজারে আসছে ৭৫ টাকার কয়েন, দিনক্ষণ জানাল কেন্দ্র, জেনে নিন এর বিশেষত্ব

৭৫ টাকার কয়েনের ডিজাইনেও চমকের সম্ভাবনা…

Rs 75 coin, Rs 75 coin to be launched, Rs 75 coin new Parliament building, new Parliament building inauguration,
বাজারে আসছে ৭৫ টাকার কয়েন।

আগামী ২৮ শে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। মোদী সরকারের স্বপ্নের প্রকল্প তথা নয়া সংসদ ভবনের উদ্বোধনের মুহূর্তকে স্মরণীয় করতে রাখতে সেই বিশেষ কয়েন আনা হচ্ছে বাজারে। কয়েনে লেখা থাকবে ‘Parliament Complex’ বা সংসদ ভবন। সেইসঙ্গে নয়া সংসদ ভবনের ছবি থাকবে সেই কয়েনে।

শীঘ্রই বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। ইতিমধ্যেই এবিষয়ে বিবৃতি জারি করে তথ্য দিয়েছে অর্থ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ৭৫ টাকার কয়েন বাজারে আনতে চলেছে কেন্দ্র। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন করতেই এই কয়েন আনা হচ্ছে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। কয়েনের বাঁদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া।

৭৫ টাকার কয়েনের ডিজাইন থেকে শুরু করে এর নকশাতে থাকবে বিশেষত্ব। নতুন সংসদ ভবনের নকশা ত্রিভুজাকার। নতুন কয়েনটিও একই রমকের নকশায় বাজারে আনার সম্ভাবনা রয়েছে। ৭৫ টাকার কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। কয়েনে ৫০% রূপো এবং ৪০% তামা থাকবে। এছাড়া ৫% জিঙ্ক ও নিকেল থাকবে।

নকশার দিক থেকে কয়েনের একপাশে থাকবে অশোক স্তম্ভ। যার ঠিক নীচে টাকার মূল্য অর্থাৎ ‘৭৫ টাকা’ লেখা থাকবে। মুদ্রার অপর প্রান্তে নতুন সংসদ ভবনের নকশা খোদাই করা হবে। হবে এবং উপরে ও নিচে লেখা থাকবে সংসদ কমপ্লেক্স। সেই সঙ্গে কয়েনের নিচের দিকে লেখা থাকবে কোন বছরে কয়েনটি বাজারে আনা হয়েছে অর্থাৎ ২০২৩ সালের উল্লেখ থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ মে, রবিবার দিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধন করতে চলেছেন। লোকসভার এক বিবৃতি গত সপ্তাহে বলেছে, ‘নতুন সংসদ ভবনের নির্মাণ সম্পূর্ণ হয়েছে এবং নতুন ভবনটি আত্মনির্ভর ভারতের (আত্মনির্ভর ভারত) চেতনার প্রতীক।’ প্রধানমন্ত্রী মোদী ২০২০ সালের ১০ ডিসেম্বর ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২১ সালের জানুয়ারিতে। আহমেদাবাদের এইচসিপি ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে স্থপতি বিমল প্যাটেল নতুন সংসদ ভবনের নকশা তৈরি করেছেন। বর্তমান সংসদ ভবনের পাশেই তৈরি হয়েছে নতুন ভবনটি। বানিয়েছে টাটা প্রজেক্টস লিমিটেড।

বর্তমান সংসদ ভবনের পাশে তৈরি হয়েছে নতুন ভবনটি। বর্তমান সংসদ ভবনের লোকসভায় ৫৪৩ জন ও রাজ্যসভায় ২৫০ জন বসতে পারেন। নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সংসদ সদস্য বসতে সক্ষম।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Centre to mint 75 coin to mark new parliament launch how will it look like