সেন্ট্রাল বোর্ড অফ ট্যাক্সের চেয়ারম্যান প্রমোদ চন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এক আইআরএস অফিসার। চেয়ারম্যান পদ আগলে রাখতে এক বিরোধী নেতার বিরুদ্ধে ‘সুকৌশলে’ পদক্ষেপ করেছেন প্রমোদচন্দ্র মোদী। এমন অভিযোগই করেছেন আইআরএস অফিসার অলকা ত্যাগী। এ ব্যাপারে দেশের নতুন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে অভিযোগও জানিয়েছেন তিনি। দ্বিতীয় মোদী সরকারের শপথের এক মাসেরও কম সময়ের মধ্যে এই অভিযোগ জানিয়েছিলেন অলকা।
প্রমোদ মোদীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ অলকার?
অলকা ত্যাগীর ৯ পাতার অভিযোগপত্র হাতে পেয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। অভিযোগপত্রে অলকা লিখেছেন, সিবিডিটি চেয়ারম্যানের পদে নিজেকে সুরক্ষিত রাখতে এক বিরোধী নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেছেন প্রমোদ মোদী। একথা তাঁকে জানিয়েছেন স্বয়ং মোদী। এমনকি, বেশ কিছু গুরুতর অভিযোগ সংক্রান্ত মামলার প্রক্রিয়া বন্ধ করতে তাঁকে চাপ দিতেন বলে মোদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন অলকা। কোনও সংবেদনশীল মামলার ফাইল ‘ক্লোজ’ করার বিষয়ে নির্দেশ দিতেন সিবিডিটি চেয়ারম্যান। এজন্য অফিসারদের ‘প্রবল চাপ’ দিতেন মোদী। এমন একটি ফাইল ক্লোজ করার বিষয়ে তাঁর উপর তীব্র চাপ দিয়েছিলেন বলে মোদীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অলকা।
আরও পড়ুন: এলগার পরিষদ: গৌতম নওলাখাকে গ্রেফতারিতে সুপ্রিম রক্ষাকবচ
জানা যাচ্ছে, ১৯৮৪ ব্যাচের আইআরএস অফিসার ত্যাগীর অভিযোগ, একটা পুরনো মামলায় অভিযুক্ত করা হয়েছিল তাঁকে। পরে সেই মামলার নিষ্পত্তি করেন মোদী। পরে ওই মামলাকেই হাতিয়ার করে অলকাকে ব্ল্যাকমেল করা হত বলে বলে অভিযোগপত্রে জানা হয়েছে। অলকার পোস্টিং আটকে দেওয়ার কথা বলা হত বলে অভিযোগ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে ত্যাগী লিখেছেন, এসব তথ্য প্রকাশ করার কথা স্বপ্নেও ভাবেননি তিনি। কিন্তু সিবিডিটি চেয়ারম্যানের এই অন্যায়ের জন্যই বাধ্য হয়ে তিনি সরব হলেন।