দিল্লির চাঁদনি চকের ভগীরথ প্যালেস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৫০টি'র ও বেশি দোকান। বৃহস্পতিবার রাত ৯টা ১৯ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের ৩২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ ও দমকল সূত্রে খবর, আগুন নেভানোর কাজ এখনও চলছে। এখনও পর্যন্ত আগুন লাগার ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। আগুন নেভাতে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং মেশিনও ব্যবহার করা হয় দমকলের তরফে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
দিল্লিতে এর আগেও বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। শনিবার (৫ নভেম্বর) সকালে দিল্লির নারেলা এলাকায় প্লাস্টিকের জুতো তৈরির কারখানায় আগুন লাগে। এ ঘটনায় লক্ষাধিক টাকার কাঁচামাল পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তারও আগে ২১ অক্টোবর রোহিণী সেক্টর-৩-এর একটি ব্যাঙ্কুয়েট হলে আগুন লাগে। এই ঘটনায় যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যক্রমে দুটি খেত্রেই কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: < কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র! বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক সিসোদিয়া >
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতের উত্তর দিল্লির চাঁদনি চকের ভগীরথ প্যালেস এলাকার পাইকারি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ৫০টিরও বেশি দোকান ভস্মীভূত হয়ে যায় । তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া মেলেনি। দমকল সূত্রে খবর, "বৃহস্পতিবার রাত ৯টা বেজে ১৯ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ৩২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাইকারী বাজারে একটি দোকানে আগুন লাগে। শীঘ্রই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে, সমস্ত দোকানই মজুত ছিল প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি,”।