Advertisment

এইগুলি চন্দ্রযান-২ এর পাঠানো ছবি?

গুগলের রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ ছবিই নাসার ওয়েবসাইট ও তাদের স্টকে থাকা ছবি থেকে সংগ্রহ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরের হাত থেকে রেহাই পেল না চন্দ্রযান-২। গতকাল থেকে
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে জানানো হচ্ছে, এগুলি ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-২ এর পাঠানো ছবি। বলা হচ্ছে, এই হাই রেজোলিউশনের পৃথিবী সহ অন্যান্য গ্রহের ছবি তুলে ইসরোর কাছে পাঠিয়েছে চন্দ্রযান-২। যা ইসরো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। এ কথা সর্বৈব মিথ্যা।

Advertisment

publive-image এই ছবি ভুঁয়ো

গুগলের রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ ছবিই নাসার ওয়েবসাইট  ও তাদের স্টকে থাকা ছবি থেকে সংগ্রহ করা হয়েছে। বাদবাকি ছবি নেওয়া হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) থেকে, যা তুলেছিলেন মহাকাশচারীরা।

ইসরো তাদের টুইটার হ্যান্ডেলে পর পর আপডেট শেয়ার করছে। কোথায় কী অবস্থায় রয়েছে চন্দ্রযান-২ সেই সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে সেই পোস্টে। সেখানে চন্দ্রযান-২ এর পাঠানো কোনো ছবি নেই। শেষ আপডেটে ইসরো জানিয়েছে ২৬ জুলাই পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে।

ইসরো-র তরফে জানানো হয়েছে, চন্দ্রযানে দুটি হাই রেজোলিউশন ক্যামেরা রেয়েছে। Orbiter High-Resolution Camera (OHRC) এবং Terrain Mapping Camera 2 (TMC 2)। তবে এই দুই ক্যামেরা চাঁদের মাটিতে ম্যাপিং করতে ব্যবহার করা হবে।

Read the full story in English 

ISRO
Advertisment