/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/chandrayan.jpg)
সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরের হাত থেকে রেহাই পেল না চন্দ্রযান-২। গতকাল থেকে
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে জানানো হচ্ছে, এগুলি ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-২ এর পাঠানো ছবি। বলা হচ্ছে, এই হাই রেজোলিউশনের পৃথিবী সহ অন্যান্য গ্রহের ছবি তুলে ইসরোর কাছে পাঠিয়েছে চন্দ্রযান-২। যা ইসরো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। এ কথা সর্বৈব মিথ্যা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/chandrayan-2-pic.jpg)
Launch of Chandrayaan 2 by GSLV MkIII-M1 Vehicle https://t.co/P93BGn4wvT
— ISRO (@isro) July 22, 2019
গুগলের রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ ছবিই নাসার ওয়েবসাইট ও তাদের স্টকে থাকা ছবি থেকে সংগ্রহ করা হয়েছে। বাদবাকি ছবি নেওয়া হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) থেকে, যা তুলেছিলেন মহাকাশচারীরা।
Second earth bound orbit raising maneuver for #Chandrayaan2 spacecraft has been performed today (July 26, 2019) at 0108 hrs (IST) as planned.
For details please check https://t.co/raXNQB76O6#ISRO— ISRO (@isro) July 25, 2019
ইসরো তাদের টুইটার হ্যান্ডেলে পর পর আপডেট শেয়ার করছে। কোথায় কী অবস্থায় রয়েছে চন্দ্রযান-২ সেই সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে সেই পোস্টে। সেখানে চন্দ্রযান-২ এর পাঠানো কোনো ছবি নেই। শেষ আপডেটে ইসরো জানিয়েছে ২৬ জুলাই পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে।
ইসরো-র তরফে জানানো হয়েছে, চন্দ্রযানে দুটি হাই রেজোলিউশন ক্যামেরা রেয়েছে। Orbiter High-Resolution Camera (OHRC) এবং Terrain Mapping Camera 2 (TMC 2)। তবে এই দুই ক্যামেরা চাঁদের মাটিতে ম্যাপিং করতে ব্যবহার করা হবে।
Read the full story in English