/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/chandrayaan-2-759.jpg)
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ চাঁদের কক্ষপথে ঢোকে চন্দ্রযান ২। ফাইল ছবি।
চন্দ্রাভিযানে আরও একধাপ সাফল্য পেল ইসরো। পৃথিবী ছাড়িয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান ২। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ চাঁদের কক্ষপথে ঢোকে চন্দ্রযান। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান -২। এ খবর জানিয়েছে ইসরো। চন্দ্রাভিযান নিয়ে ইসরোকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#ISRO
Lunar Orbit Insertion (LOI) of #Chandrayaan2 maneuver was completed successfully today (August 20, 2019). The duration of maneuver was 1738 seconds beginning from 0902 hrs ISTFor more details visit https://t.co/FokCl5pDXg
— ISRO (@isro) August 20, 2019
Congratulations to Team @isro on #Chandrayaan2 entering the Moon’s orbit. This is an important step in the landmark journey to the Moon.
Best wishes for its successful culmination.
— Narendra Modi (@narendramodi) August 20, 2019
আরও পড়ুন: ট্রাম্পের ফোনে ইমরান খানকে তোপ মোদীর
#WATCH Indian Space Research Organisation (ISRO) Chief K Sivan explains the intricacies of the #Chandrayaan2 mission using a miniature model. pic.twitter.com/Wqux0EflWZ
— ANI (@ANI) August 20, 2019
উল্লেখ্য, গত ২২ জুলাই চাঁদের দেশে পাড়ি দেয় চন্দ্রযান ২। জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে সেদিন দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ চাঁদের উদ্দেশে রওনা দেয় চন্দ্রযান ২। চন্দ্রাভিযান ঘিরে রীতিমতো সাজো সাজো রব ছিল শ্রীহরিকোটায়। এর আগের সপ্তাহেই রবিবার গভীর রাতে চন্দ্রাভিযানের কথা ছিল। কিন্তু রকেট ওড়ার ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় চন্দ্রযান ২ -এর অভিযান। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই ত্রুটি সারিয়ে চাঁদে পাড়ি দেয় চন্দ্রযান ২।
চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দেবে চন্দ্রযান ২। এর আগে কোনও দেশ ওই জায়গায় যায়নি। চন্দ্রযান ২-তে তিনটি ভাগ রয়েছে। এই তিনটি ভাগ হল অরবিটর, ল্যান্ডার ও রোভার। চাঁদের কক্ষপথে ঘুরতে সাহায্য করবে অরবিটর। চাঁদের মাটিতে নামাবে ল্যান্ডার। চাঁদে তথ্য সংগ্রহ করার কাজ করবে রোভার।
Read the full story in English