রবিবার মহকাশ থেকে পৃথিবীর প্রথম ছবি পাঠাল চন্দ্রযান-২। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইন্ডিয়ান স্পেস রিসার্চ ওর্গানাইজেশন (ইসরো) জানিয়েছে, মহাকাশ থেকে পৃথিবীর অপূর্ব সুন্দর ছবি ক্যামেরা বন্দী করেছে চন্দ্রযানের অত্যাধুনিক ক্যামেরা LI4। ৩ আগস্ট ছবিটি তোলা হয়েছে।
কয়েকদিন আগে কয়েকটি ছবি ঘরে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ে । একগুচ্ছ ছবি শেয়ার করে দাবি করা হয়, এগুলি ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-২ এর পাঠানো ছবি। বলা হচ্ছে, এই হাই রেজোলিউশনের পৃথিবী সহ অন্যান্য গ্রহের ছবি তুলে ইসরোর কাছে পাঠিয়েছে চন্দ্রযান-২। যা ইসরো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। ইসরোর তরফে জানানো হয়েছিল এ কথা সর্বৈব মিথ্যা।
গুগলের রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ ছবিই নাসার ওয়েবসাইট ও তাদের স্টকে থাকা ছবি থেকে সংগ্রহ করা হয়েছে। বাদবাকি ছবি নেওয়া হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) থেকে, যা তুলেছিলেন মহাকাশচারীরা।
এক ঝলকে চন্দ্রযান-২ এর গতিপথ
* জুলাই ২২: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) দ্বারা উৎক্ষেপিত চন্দ্রযান-২ উৎক্ষেপণের ১৭ মিনিটের মধ্যে পৃথিবীর সঙ্গে যুক্ত ডিম্বাকার কক্ষপথে ঘুরতে শুরু করে
* জুলাই ২৪: প্রথমবার কক্ষপথের উচ্চতা বাড়ায় চন্দ্রযান-২, পৌঁছে যায় ২৩০ কিমি x ৪৫,১৬৩ কিমি কক্ষপথে
* জুলাই ২৬: দ্বিতীয়বার কক্ষপথের উচ্চতা বাড়িয়ে এবার ২৫১ কিমি x ৫৪,৮২৯ কিমি হয়ে যায়
* জুলাই ২৯: তৃতীয়বার উচ্চতা বাড়ে কক্ষপথের, হয়ে যায় ২৭৬ কিমি x ৭১,৭৯২ কিমি
* অগাস্ট ২: কক্ষপথ হবে ২৪৮ কিমি x ৯০,২২৯ কিমি
*অগাস্ট ৬: পঞ্চম এবং শেষবারের মতো পৃথিবীর সঙ্গে যুক্ত কক্ষপথের উচ্চতা বাড়াবে চন্দ্রযান, পৌঁছে যাবে ২২১ কিমি x ১,৪৩,৫৮৫ কিমি কক্ষপথে, যেখানে সেটি ঘুরবে ১৪ অগাস্ট পর্যন্ত