Advertisment

টানটান উত্তেজনা, বাড়ছে রক্তচাপ, অবতরণের আগে চন্দ্রযান ৩- নিয়ে কী বললেন ইসরো প্রধান?  

মিশন সফল করার জন্য প্রাণপাত করছেন ইসরোর বিজ্ঞানীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Chandrayaan 3 Landing

অবতরণের আগে চন্দ্রযান ৩- নিয়ে কী বললেন ইসরো প্রধান?

ইতিহাস সৃষ্টির মুহূর্ত থেকে আর মাত্র কয়েক ঘণ্টা দূরে দাঁড়িয়ে দেশ। আজ ISRO-এর মুন মিশন চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে। এর জন্য ইসরো পুরোপুরি প্রস্তুত।

Advertisment

আজ বুধবার (২৩ আগস্ট) ইতিহাস সৃষ্টির দোড়গোড়ায় দাঁড়িয়ে ভারত। ভারতের মুন মিশন চন্দ্রযান-৩ সন্ধ্যা ৬.০৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে। ইসরো বিজ্ঞানীরা মিশনের দিকে অনবরত নজর রেখে চলেছেন।  ২০১৯ সালে চন্দ্রযান-২ -এর মিশন ব্যর্থ হওয়ায় এই মিশনের প্রতিটি ধাপেই বাড়তি নজর রেখে চলেছে ইসরোর বিজ্ঞানীরা। মিশন সফল করার জন্য প্রাণপাত করছেন ইসরোর বিজ্ঞানীরা। অবতরণের ঠিক আগে ISRO প্রধান এস সোমনাথ বলেছেন যে ‘আমরা আত্মবিশ্বাসী যে আমাদের এই মিশন সফল মিশনে পরিণত হবে। আমরা পুরোপুরি প্রস্তুত’।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ISRO প্রধান বলেন, ইসরো’র বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী মিশন সফল হবে। তবে এটি অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। চন্দ্রযান-২- মিশন ব্যর্থ হওয়ার পর চন্দ্রযান ৩ মিশনের সাফল্য নিশ্চিত করার জন্য আমাদের (ISRO) বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে গিয়েছেন। তার থেকে এই আত্মবিশ্বাস আসছে।

ইসরো প্রধান আরও বলেন, ‘চার বছর কম সময়ে আমরা আমাদের মিশন উন্নত করতে এবং একটি ব্যাকআপ পরিকল্পনা তৈরিতে আমাদের বিজ্ঞানীরা সাফল্যের সঙ্গে কাজ করেছে। এই মিশনে এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছুই ঠিক ঠাক হয়েছে। আমরা বিভিন্ন স্তরে সিস্টেম যাচাই করে অবতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ল্যান্ডারের স্বাস্থ্য একেবারে ঠিক আছে’। পাশাপাশি তিনি বলেন, ‘চন্দ্রযান-২ মিশনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগের সকল ভুল সংশোধন করেছে ISRO’।

তিনি বলেন, ‘আমরা আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং সেই ভুলগুলো সংশোধন করেছি। ইসরো প্রধান বলেন, আমরা প্রস্তুত’। অবতরণের সময় ত্রুটির প্রশ্নে তিনি বলেন, অবতরণের সময় যে কোন ধরণের ত্রুটি সামাল দিতে ইসরো পুরোপুরি প্রস্তুত’।

ISRO Chandrayaan 3
Advertisment